Recent Posts

Seo Services

!!! বর্ষসেরা পাঁচ ল্যাপটপ: তালিকার শীর্ষে সবার উপরে ম্যাকবুক প্রো !!! না দেখলেই মিস করবেন !!

শনিবার, আগস্ট ৩১, ২০১৩
২০১৩ সাল যেন প্রযুক্তি বিশ্বের স্বর্গীয় সময়। নিত্যনতুন আধুনিক সব প্রযুক্তি পণ্য নিয়ে এসেছে নামিদামী সব প্রযুক্তি প্রতিষ্ঠান। ল্যাপটপের ক্ষেত্রেও তাঁর ব্যতিক্রম হয়নি।২০১২-২০১৩ সালে একের পর এক এসেছে উচ্চ ক্ষমতাসম্পন্ন ও বিস্ময়কর সব সুবিধা সম্বলিত বিভিন্ন ল্যাপটপ। আর সেসবের মধ্যে থেকে এ বছরের সেরা কিছু ল্যাপটপ নিয়েই আজকের আলোচনা।

১. অ্যাপল ম্যাকবুক প্রো

ম্যাকবুক প্রো-কে বলা যায় অ্যাপলের সবচাইতে শক্তিশালী ল্যাপটপগুলোর মধ্যে একটি। এর বিশেষত্ব হল এতে রয়েছে সর্বাধুনিক প্রযুক্তির রেটিনা ডিসপ্লে যা ২৮৮০x১৮০০ পিক্সেলের ছবি প্রদর্শন করতে পারে। যেখানে সর্বাধুনিক উইন্ডোজ ল্যাপটপগুলোর স্ক্রিন রেজুলেশন ১৯২০x১০৮০ পিক্সেল।
macbook-pro-with-bad-credit.jpg
এতে রয়েছে ২.৩ গিগাহার্জ গতির Intel Core i7-3610QM প্রসেসর,৮ গিগাবাইট ১৬০০ মেগাহার্টজ গতির DDR3 র‍্যাম, ২৫৬ গিগাবাইট SSD হার্ড ড্রাইভ, Intel HM77 চিপসেট, NVIDIA GeForce GT 650M/Intel HD 4000 গ্রাফিক্স কার্ড। OS X Lion 10.7.4 অপারেটিং সিস্টেমের এই ল্যাপটপটির ওজন মাত্র ৪.৬ পাউন্ড।
অত্যন্ত হাই কনফিগারেশনের ল্যাপটপ বলে এতে গেমিং কিংবা গ্রাফিক্সের কাজ করা যাবে বেশ স্বাচ্ছন্দ্যেই।অসাধারণ এ ল্যাপটপটির মূল্য ধরা হয়েছে ২১৯৯ মার্কিন ডলার।

২. অ্যাপল ম্যাকবুক এয়ার (১৩ ইঞ্চি)

আপনি যদি কোন ল্যাপটপেরই ব্যাটারি লাইফ নিয়ে সন্তুষ্ট হতে না পারেন তবে অ্যাপল ম্যাকবুক এয়ার নিঃসন্দেহে আপনাকে সেই সন্তুষ্টি এনে দিতে পারবে। কেননা এতে রয়েছে অসাধারণ ব্যাটারি লাইফ যা আপনার সারাদিনের চাহিদা মেটাতে পারবে।
apple macbook air.jpg
এতে রয়েছে ১৪৪০x৯৯০ পিক্সেল রেজুলেশনের ১৩.৩ ইঞ্চি স্ক্রিন, ১.৩ গিগাহার্জ গতির Intel Core i5-4250U প্রসেসর, ১৬০০ মেগাহার্টজ গতির ৪০৯৬ মেগাবাইট DDR3 র‍্যাম, ১২৮ গিগাবাইট SSD স্টোরেজ সিস্টেম, ১০২৪ মেগাবাইটের Intel HD 5000 গ্রাফিক্স কার্ড। OS X Mountain Lion 10.8.4 অপারেটিং সিস্টেমের এই ল্যাপটপটিতে আরও রয়েছে ওয়াইফাই ও ব্লুটুথ সুবিধা। এর মূল্য ধরা হয়েছে ১০৯৯ মার্কিন ডলার।

৩. সনি ভায়ো প্রো ১১

সনি ভায়ো প্রো ১১ । উচ্চ ক্ষমতা ও অধিক ব্যাটারি লাইফের অধিকারী এই ল্যাপটপটির অনন্য বিশেষত্ব হচ্ছে এটির অসাধারণ ওজন স্বল্পতা। ল্যাপটপটির ওজন ২ পাউন্ডেরও কম!
Sony-Vaio-Pro-11-5-of-11.jpg
এতে রয়েছে ১৯২০x১০৮০ পিক্সেল রেজুলেশনের ১১.৬ ইঞ্চি টাচ স্ক্রিন, ১.৬ গিগাহার্জ গতির Intel Core i5-4200U প্রসেসর, ৪ গিগাবাইট ১৬০০ মেগাহার্টজ গতির DDR3 SD র‍্যাম, ১২৮ গিগাবাইট SSD স্টোরেজ সিস্টেম, ১৭৪৮ মেগাবাইট(শেয়ারড)Intel HD 4400 গ্রাফিক্স কার্ড। উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেমের এই ল্যাপটপটিতে আরও রয়েছে ওয়াইফাই ও ব্লুটুথ সুবিধা সহ নিয়ার ফিল্ড কমিউনিকেশন (NFC) সুবিধা। মাল্টিটাচ ক্লিকপ্যাড সুবিধা সম্বলিত এই ল্যাপটপটির মূল্য ধরা হয়েছে ১১৪৯ মার্কিন ডলার।

৪. লেনোভো আইডিয়াপ্যাড ওয়াই৫০০

আপনি যদি গেম খেলার জন্যে ল্যাপটপ কিনতে চান তবে লেনোভো আইডিয়াপ্যাড ওয়াই৫০০ (Lenovo IdeaPad Y500) হতে পারে আপনার নির্ভরযোগ্য সঙ্গী। মূলত গেম খেলার কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে এটি। অর্থাৎ এটি পুরোপুরি একটি গেমিং ল্যাপটপ। দেখতে আরও বেশি আকর্ষণীয় করে তুলতে এর কীবোর্ডের পেছনে রয়েছে মৃদু আলোর ব্যবস্থা।
lenovo ideapad y500.jpg
এতে রয়েছে ২.৪ গিগাহার্জ গতির Intel Core i7-3630QM প্রসেসর, ১৬ গিগাবাইট ১৬০০ মেগাহার্টজ গতির DDR3 র‍্যাম, ১ টেরাবাইট হার্ডড্রাইভ ও ১৬ গিগাবাইট SSD স্টোরেজ সিস্টেম, Intel HM77 চিপসেট, (2x) NVIDIA GeForce GT 650M গ্রাফিক্স কার্ড। উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেমের এই ল্যাপটপটির ওজন ৬.৪পাউন্ড। তবে উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেমে চালিত হলেও এতে কোন টাচস্ক্রিন নেই।
অসাধারণ এ ল্যাপটপটির মূল্য ধরা হয়েছে ১৫৯৫ মার্কিন ডলার।

৫. লেনোভো আইডিয়াপ্যাড ইয়োগা ১১এস

ট্যাবলেট বা ল্যাপটপ দুটোই কেনা জরুরি হয়ে পড়েছে? অথচ কোনটা কিনবেন বুঝতে পারছেন না? তাহলে আর দুশ্চিন্তা না করে নিয়ে নিতে পারেন লেনোভো আইডিয়াপ্যাড ইয়োগা ১১এস। কেননা এটি একই সাথে ট্যাবলেট ও ল্যাপটপের এক বিশেষ সমন্বয়। অর্থাৎ এটি একটি হাইব্রিড ল্যাপটপ।
lenovo-laptop-ideapad-yoga-11s-orange-tent-mode-3.jpg
এতে রয়েছে ১৩৬৬x৭৬৮ পিক্সেল রেজুলেশনের ১১.৬ ইঞ্চি টাচ স্ক্রিন, ১.৫ গিগাহার্জ গতির Intel Core i5-3339Y ডুয়েল কোর প্রসেসর, ৮১৯২ মেগাবাইট ১৬০০ মেগাহার্টজ গতির DDR3 SD র‍্যাম, ২৫৬ গিগাবাইট SSD স্টোরেজ সিস্টেম, ৩২ মেগাবাইট Intel HD 4000 গ্রাফিক্স কার্ড। ৬৪ বিট উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেম চালিত এই ল্যাপটপটিতে আরও রয়েছে ওয়াইফাই ও ব্লুটুথ সুবিধা। তবে এতে কোন অপ্টিক্যাল ড্রাইভ নেই। হাইব্রিড সুবিধা সম্বলিত এই ল্যাপটপটির মূল্য ধরা হয়েছে ৯৯৯ মার্কিন ডলার।
!!! বর্ষসেরা পাঁচ ল্যাপটপ: তালিকার শীর্ষে সবার উপরে ম্যাকবুক প্রো !!! না দেখলেই মিস করবেন !! !!! বর্ষসেরা পাঁচ ল্যাপটপ: তালিকার শীর্ষে সবার উপরে  ম্যাকবুক প্রো !!! না দেখলেই মিস করবেন !! Reviewed by Bd market on শনিবার, আগস্ট ৩১, ২০১৩ Rating: 5

!!!! নতুন স্মার্টফোন নিয়ে ভিডিও রিলিজ করলো সনি !!!!

বৃহস্পতিবার, আগস্ট ২৯, ২০১৩
সনি আজকে ইউটিউবে তাদের নতুন স্মার্টফোন নিয়ে একটি ভিডিও রিলিজ করেছে। যদিও স্মার্টফোনটির নাম বা স্পেসিফিকেশন সম্পর্কে সনি কোন তথ্য জানায়নি। কিন্তু ধারণা করা হচ্ছে স্মার্টফোনটি সনির বহুল প্রত্যাশিত সেট ‘হোনামি’ হতে পারে। সেপ্টেম্বরের ৪ তারিখ সনি এই ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা দেবে।
নতুন এই ভিডিওটিতে সেটটির বাহ্যিক গঠন সম্পর্কে সনি কিছুটা ধারণা দেবার চেষ্টা করেছে। এটি যে পানি প্রতিরোধক হবে তাও সনির এই ভিডিও থেকে বোঝা যায়। সনি হোনামি নামের সেটটি নিয়ে অনেক দিন ধরেই গুজব চলে আসছে। ধারণা করা হচ্ছে নতুন সেটটিতে সনি স্ন্যাপড্রাগন ৮০০ প্রসেসরের পাশাপাশি ৪কে ভিডিও রেকর্ডিং এবং ক্যামেরা হিসেবে ২১ মেগাপিক্সেলের ক্যামেরা দিতে পারে।
যাই হোক,সনি এখন পর্যন্ত তাদের নতুন স্মার্টফোন নিয়ে অফিসিয়ালি কোন বিস্তারিত তথ্যই প্রকাশ করেনি। তবে এইটা ঠিক যে হোনামি না হলেও সনি স্মার্টফোন মার্কেটে সাড়া জাগানোর মতো সেট রিলিজ করতে যাচ্ছে। আর বিস্তারিত জানার জন্য আপনাকে সেপ্টেম্বরের ৪ তারিখ পর্যন্ত অপেক্ষা করতেই হচ্ছে।
তথ্যসূত্রঃ সিনেট
!!!! নতুন স্মার্টফোন নিয়ে ভিডিও রিলিজ করলো সনি !!!! !!!! নতুন স্মার্টফোন নিয়ে ভিডিও রিলিজ করলো সনি !!!! Reviewed by Bd market on বৃহস্পতিবার, আগস্ট ২৯, ২০১৩ Rating: 5

ফেইসবুকে ফ্রেন্ট রিকোয়েস্ট block হওয়ার কিছু কারণ

সোমবার, আগস্ট ২৬, ২০১৩
আসসালামুআলাইকুম আজ আমি আপনাদের মাজে নিয়ে এলাম ফেইসবুকে ফ্রেন্ট রিকোয়েস্ট block কিভাবে হয় তার বিস্তারিত তার কিছু জানা অজানা তথ্য! আশাকরি আপনারা উপকৃত হবেন !!

ফেইসবুকে ফ্রেন্ট রিকোয়েস্ট block হওয়ার কিছু কারণ!:: আমরা অনেক সময়ই কাউকে ফ্রেন্ড রিকোয়স্ট পাঠাতে গেলে দেখি লেখা উঠে আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট ১/২/3/7/১৫ দিনের জন্য block করা হয়েছে! ফলে অনেক সময় আপনজনকেও রিকোয়েস্ট পাঠাতে পারি না। no problem একটু সতর্ক হলেই এই সমস্যায় এড়তে পারবেন! #Friend riquest block হওয়ার কিছু কারণ: 1.আমরা যাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দেই সে কমপ্লেন করলে। 2. তার ঠিকানা সাখে আমাদের ঠিকানা না মিললে। 3.তার কোন বন্ধুর সাথে বন্ধুত্ব না থাকলে। 4.সে যে প্রতিষ্ঠানে লেখাপড়া করে তা না মিললে। 5.কর্মস্থল না মিললে। 6.একি এরিয়ার না হলে। 7.অতিরিক্ত ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে। 8.আপনার রিকোয়েস্টসহযে কেউ গ্রহন না করলে। 9.কাউকে রিকোয়েস্ট পাঠানোর পর সে block মারলে। 10.কেউ আপনার বিরুদ্ধে আভিযোগকরলে। এগুলো ছাড়াও আনেক কারন আছে যার যে গুলো বিবেচনা করে Facebook আমাদের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো bolck করে দেয়! ::ভাল লাগলে লাইক দিন::



ফেইসবুকে ফ্রেন্ট রিকোয়েস্ট block হওয়ার কিছু কারণ ফেইসবুকে ফ্রেন্ট রিকোয়েস্ট block হওয়ার কিছু কারণ Reviewed by Bd market on সোমবার, আগস্ট ২৬, ২০১৩ Rating: 5

মার্ক জুকারবার্গের টাইমলাইনে অনুপ্রবেশকারী পাচ্ছে ১১,০০০+ ডলার !! তাহলে আর দেরি কেন @@@@@

শনিবার, আগস্ট ২৪, ২০১৩
ফিলিস্তিনি এক হ্যাকার কয়েকদিন আগে জুকারবার্গের ফেসবুক টাইমলাইনে অনুপ্রবেশ করেছিল। তার উদ্দ্যেশ্য ছিল ফেসবুকের নিরাপত্তা ত্রুটি সম্পর্কে সতর্ক করা। এই ফেসবুক বাগ আবিষ্কার করার কারণে তাকে পুরষ্কার হিসেবে কমপক্ষে ১১,০০০ ডলার দেয়া হবে। তবে সেটা ফেসবুক থেকে নয়।
zuck
একটি অনলাইন ক্রাউডসোর্স ক্যাম্পেইনের মাধ্যমে তাকে পুরষ্কৃত করা হবে। বলা বাহুল্য, ফেসবুক বাগ খুঁজে বের করলে পুরস্কার প্রদান করার যে নিয়ম জুকারবার্গ রেখেছিলেন তা ফিলিস্তিনি হ্যাকার খলিলের উপর প্রয়োগ করা হয়নি।
ক্রাউডসোর্স গোফাউন্ডমি ক্যাম্পেইন খলিল কে পুরস্কৃত করার জন্য প্রাথমিক ১০,০০০ ডলারের লক্ষমাত্রা অর্জন করেছে। ১৯৯ জন ডোনার এই ক্যাম্পেইনে কন্ট্রিবিউট করেছে। ফেসবুক খলিলকে পুরস্কৃত না করার কথা ঘোষণা দেয়ার পর "বেয়ন্ড ট্রাস্ট" সিকিউরিটি ফার্মের চিফ টেকনোলজি অফিসার Marc Maiffret এই উদ্দ্যোগ নেন।

zuck2

শেষ খবর পাওয়া পর্যন্ত ১১,৩০৫ ডলার জমা হয়েছে খলিলের পুরষ্কারের খাতায়। এবং প্রতিনিয়ত তা বৃদ্ধি পাচ্ছে।
ক্যাম্পেইন পেইজে মেইফ্রেট একটি আপডেটের মাধ্যমে সকল ডোনারকে তার উদ্যোগের মর্ম বোঝার জন্য ধন্যবাদ জানিয়েছেন। তিনি আরও বলেন:
"I hope this has raised awareness of the importance of independent researchers"
খলিল শ্রেয়াত গত সপ্তাহে এমন একটি বাগ খুঁজে বের করে যার মা্ধ্যমে যে কেউ অন্য কারও ফেসবুক টাইমলাইনে পোস্ট করতে সক্ষম হবে, এমনকি কারও ফ্রেন্ড লিস্টে না থেকেও।
সূত্র: ম্যাশেবল
মার্ক জুকারবার্গের টাইমলাইনে অনুপ্রবেশকারী পাচ্ছে ১১,০০০+ ডলার !! তাহলে আর দেরি কেন @@@@@ মার্ক জুকারবার্গের টাইমলাইনে অনুপ্রবেশকারী  পাচ্ছে  ১১,০০০+ ডলার !! তাহলে আর দেরি কেন @@@@@ Reviewed by Bd market on শনিবার, আগস্ট ২৪, ২০১৩ Rating: 5

যুগে যুগে যে আবিষ্কারগুলো কেড়ে নিয়েছে আবিষ্কারকদের প্রাণ !! না দেখলেই নয় !!

বৃহস্পতিবার, আগস্ট ২২, ২০১৩
বিজ্ঞানীরা নিরন্তন গবেষণা করে চলেন নতুন কিছু আবিষ্কারের নেশায়। কেউ সফল হন,কেউ চেষ্টা করে যান। অনেকে ব্যর্থ হন। অনেকে আবার এতোটাই দুর্ভাগা যে নিজেদের আবিষ্কারই তাদের জন্য হয়ে দাঁড়ায় নিজেদের মৃত্যুর কারণ।

প্যারাসুটের আবিষ্কারক-

প্রাচীনকালে যখন মানুষের কাছে ওড়ার জন্য বিমান ছিল না তখন তাদের হয়তো পাখিদের ওড়া দেখে আফসোসই হতো। সেই আফসোস বা আক্ষেপ থেকে অনেকেই চেষ্টা করেছেন আকাশে ওড়ার। তবে একাধারে দর্জি, আবিষ্কারক ও প্যারাসুট তৈরির পথিকৃত ফ্র্যাঞ্জ রেইচেল্ট নামের এক ফরাসী ব্যক্তির মনে হয় ইচ্ছাটা একটু বেশিই ছিল। আগে থেকেই ওড়ার নেশায় পেয়ে বসা এই ভদ্রলোক ফরাসী কর্তৃপক্ষের কাছে বার বার অনুরোধ করেন তাকে যেন তার নির্মীত প্যারাসুট কতটকু কার্যকর তা আইফেল টাওয়ার থেকে পরীক্ষা করে দেখার অনুমতি দেয়া হয়। অনুমতি মিলেও গেল। ১৯১২ সালের ৪ ফেব্রুয়ারি সকাল সাতটায় ফ্র্যাঞ্জ তার দুই বন্ধুকে নিয়ে আইফেল টাওয়ারের কাছে এলেন। প্রথমে একটি ডামির সাহায্যে পরীক্ষা চালানো হলে সেটি সফল হয়। ফলে ফ্র্যাঞ্জ নিজেই সিদ্ধান্ত নেন নিজের নির্মীত প্যারাসুট নিয়ে আইফেল টাওয়ার থেকে লাফ দিবেন। বন্ধুরা অনেক অনুরোধ করলেন কিন্তু তিনি শুনলেন না। নিজের তৈরি প্যারাসুট নিয়ে ১৮৭ ফুট উচ্চতা থেকে লাফ দিলেন ফ্র্যাঞ্জ এবং মাটিতে আছড়ে পড়ে সাথে সাথে মারা যান।

বাইসাইকেলে মৃত্যু-

এবার শোনা যাক বোস্টনের সিলভেস্টার এইচ রোপারের কাহিনী। ১৮৬৩ সালে তিনি বানিয়েছিলেন বাষ্পচালিত বাইসাইকেল। ১৮৯৬ সালের জুন মাসের ১ তারিখ নিজের উদ্ভাবিত বাইসাইকেল নিয়ে ঘন্টায় ৪০ মাইল বেগে ছুটে চলছিলেন রোপার। হঠাৎ তিনি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যান এবং মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন। পড়ে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।

প্রিন্টিং প্রেস হলো জীবনঘাতী-

মার্কিন নাগরিক উইলিয়াম বুলক উদ্ভাবন করেছিলেন ‘রোটারি প্রিন্টিং প্রেস” নামে ছাপাযন্ত্র। এর ফলে প্রকাশনা জগতে এক বিরাট পরিবর্তন আসে। ১৮৬৭ সালের ৩ এপ্রিল Philadelphia Public Ledge নামের এক পত্রিকার জন্য তিনি তার যন্ত্রটি বসাতে যান। হঠাৎ করেই কাজের সময় যন্ত্রের ভেতরে তার পা ঢুকে যায়। অপারেশনের মাধ্যমে দুমড়ে মুচড়ে যাওয়া পা কেটে ফেলার সময় ১২ এপ্রিল তিনি মারা যান।

এছাড়াও...

  • ফ্রেড ডুয়েজেনবার্গ তার নিজেরই তৈরি ‘ডুয়েজেনবার্গ’ গাড়ি দুর্ঘটনায় মারা যান।
  • অটো লিলিয়েনথাল নিজের আবিষ্কৃত গ্লাইডে উড়তে গিয়ে মাটিতে পড়ে মৃত্যুমুখে পতিত হন।
  • যুদ্ধের জন্য উপযোগী প্রথম দিকের সাবমেরিনগুলোর ডিজাইনার হোরান লাওসন হানলে মারা যান নিজের তৈরি সাবমেরিন ‘সিএসএস হানলে’ডুবির ঘটনায়।

প্রাচীন ইতিহাসেও এরকম ঘটনা কম নেই-

ওয়ান হু নামে ১৬শ শতকের একজন চীনা রাজকর্মচারীর ঘটনা। তার ইচ্ছা ছিল মহাশূন্যে যাবার। তিনি একটি চেয়ারে বসলেন যাতে লাগানো হয়েছিল ৪৭ টি রকেট বা হাওউই। রকেটগুলো বিস্ফোরিত হয় এবং বলা হয় ওয়ান হু কিংবা তার চেয়ার-কোনটিকেই আর দেখা যায় নি।
যুগে যুগে যে আবিষ্কারগুলো কেড়ে নিয়েছে আবিষ্কারকদের প্রাণ !! না দেখলেই নয় !!  যুগে যুগে যে আবিষ্কারগুলো কেড়ে নিয়েছে আবিষ্কারকদের প্রাণ !! না দেখলেই নয় !! Reviewed by Bd market on বৃহস্পতিবার, আগস্ট ২২, ২০১৩ Rating: 5

Meizu MX3 ফোনের ঘোষণা আসছে আগামী ২ সেপ্টেম্বর !! দেখতে আইফোনের মত প্রায় !! না দেখলে মিস করবেন।

মঙ্গলবার, আগস্ট ২০, ২০১৩
যদি এমন কোনও অ্যান্ড্রয়েড ফোনের কথা ভাবতে হয় যা কিনা দেখতে আইফোনের মত প্রায় তবে অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড তবে Meizu এর নাম সবার আগে উল্লেখ্য। চায়নার এই প্রতিষ্ঠানটি তাদের Meizu MX সিরিজের মাধ্যমে প্রথম নাম করে যা কিনা দেখতে আইফোনের মত প্রায় তবে চলে অ্যান্ড্রয়েডে। তাদের সর্বশেষ ফোন Meizu MX2 সারা বিশ্বে ভালই সাড়া ফেলেছিল। তাদের এই ফোনটি ৮ মাসে প্রায় ৮ মিলিয়ন বিক্রি হয়। আর এখন Meizu এর তৃতীয় সংস্করণ MX3 বাজারে আসতে যাচ্ছে আগামী ২ সেপ্টেম্বর।
meizu.jpg
Meizu এর MX3 নিয়ে প্রায় কয়েকমাস ধরেই শোনা যাচ্ছিল কথা। Meizu MX এবং Meizu MX2 এর সফলতার পর এর তৃতীয় সংস্করণ সকলেই আশা করছিল। ইন্টারনেটে এই সম্পর্কে প্রকাশ পেয়েছে নানা ছবিও। আর এখন Meizu আগামী ২ সেপ্টেম্বর চায়নার বেইজিং এ অনুষ্ঠিতব্য একটি অনুষ্ঠানের জন্য নিমন্ত্রণ করা শুরু করেছে। ধারনা করা হচ্ছে এখানে Meizu MX3 এর ঘোষণা করা হবে। Meizu নিয়ে অফিসিয়াল কোন প্রকার তথ্য পাওয়া না গেলেও ইন্টারনেটে পাওয়া গেছে নানা ছবি। এছাড়া এর স্পেসিফিকেশন সম্পর্কে যা জানা গেছে তা হল-
  • ৫.১" ক্যাপাসিটিভ টাচ স্ক্রিন যার রেজুলেশন ১৯২০x১০৮০ পিক্সেলস
  • অ্যান্ড্রয়েড সংস্করণঃ ফ্লাইম ৩.০ ইউজার ইন্টারফেস নির্ভর জেলিবিন ৪.২
  • স্যামসাং এক্সিনস ৫ অক্টা চিপসেট
  • ২ গিগাবাইট র‍্যাম
  • ১৩ মেগাপিক্সেল
ফ্লাইম ওএস এই ফোনের ইউজার ইন্টারফেসকে আইওএস এর মত করতে সাহায্য করে। আর এর স্পেসিফিকেশন এক গ্যালাক্সি এস৪ এর সাথে একই কাতারেই ফেলে। গতবছরও Meizu এর ফোন প্রথম দিককার সারিতেই ছিল। এখন দেখা যাক এ বছর Meizu এর নতুন ফোন কতটুকু জনপ্রিয়তা লাভ করে।
Meizu MX3 ফোনের ঘোষণা আসছে আগামী ২ সেপ্টেম্বর !! দেখতে আইফোনের মত প্রায় !! না দেখলে মিস করবেন। Meizu MX3 ফোনের ঘোষণা আসছে আগামী ২ সেপ্টেম্বর !! দেখতে আইফোনের মত প্রায় !! না দেখলে মিস করবেন। Reviewed by Bd market on মঙ্গলবার, আগস্ট ২০, ২০১৩ Rating: 5

নিয়ে এলাম Android-এর সেরা 10 টি Music Player + Patch (2013) . না দেখলে চরম মিস করবেন !!! ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে !!!

সোমবার, আগস্ট ১৯, ২০১৩
আসসালামু-আলাইকুম,
আজ আমি আপনাদের মাজে নিয়ে এলাম টপ ১০ টি Android Music Players-2013.
আশাকরি আপনাদের খুব ভাল লাগবে। 

এখন আপনাদের সাথে Android-এর সেরা ১০ টি Music Player শেয়ার করব । সবই 2013 -এর নতুন ভার্শন ।

1. Poweramp Music Player

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjkq5C9Eedy2ofWWV7QOFuSft0p1NEIFHx47V2NzGGLwZuSbUkBhtxOz8m5Hyrrme7cexFP7GpMStFjXVMWuteWcitBIdUZKkOgIocvHdv4SluQkYVsqbVpkc_YrAVs_UydG2t-vqdGo0vt/s1600/poweramp.jpg
https://lh3.ggpht.com/65gwlEJPAt5QIP_nGGsxNmjaoF07bwDgFR4m2AjIg1Bp8jzCN4_r6bDypxaL6pzMupE=h310
https://lh6.ggpht.com/y9s_CXcKDWywOGsOYoPrXiF7jMpZheu7tGLFOvFoHzAkwuSg82Uzyh4BzaD7vTdiJJw=h310
https://lh3.ggpht.com/AF02RiWlrtdfafgOvuF5ptgUeOLL21f9Dx27BrcevTCwIVVCi-bVGDexhNgVySt_gA=h310
https://lh3.ggpht.com/95ILjHhnZkVa-0fuDRWpbhiDiA1NyGMJwv-hv9cgDT5iUmrfvaHbQ6kSOufKB0WQ-DY=h310
https://lh4.ggpht.com/XsBrSxxQuYcgP5cbh3E644sSAQvdb9kC0YZfezxAmILtAEqCMCaNn_Qpr_CmTfZlWBpu=h310
Android-এর সবচাইতে জনপ্রিয় মিউজিক প্লেয়ার এটি । শুধু জনপ্রিয় বললে ভুল হবে, এটার কাছে অন্যান্য মিউজিক প্লেয়ারের কোন পাত্তাই নেই ।
এই App টি 2,51,402 বার Rated এবং 5 star পেয়েছে 1,96,702 বার !! চিন্তা করে দেখুন, কি ভয়ানক Rating !!!

2. Winamp

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhkrM6pU5fkylNAUE0BpYba2yNJ0BhC-KgDhzAIE7D6UY6Rjl6Bp2BJy-wRsbXKfVVE0QBSvY_hWh7MmKHvsd4vAH0cmzr0mv8_EbVLw6mJx1rZ9zNu-sgGwLu0BF-gNLtWxJ3pZs7emKsf/s1600/Winamp.jpg
https://lh4.ggpht.com/Ys5IEZyE4yWTm236F2T6uJJ7UF9LwmFi5LfwGGGj-vSM5HKT7qWLABsznSgFHH44Qw     https://lh3.ggpht.com/VRx6D3gWNN6F1rZU2613hYaywJkmQAAt7Y46aKl37HE7k0yrFo2Nhwo0h7_k8IbZrXE
https://lh6.ggpht.com/RHi3szie-p7YjFxxx4iZWkYQkYYWvNKRzDHBrkv8Ae_hRr_ZIJbifg9DLg144vyeWlg      https://lh3.ggpht.com/9AWc5mAC0hjKQIiq1-i1Qd38N3dBbNe8OjdYON0TTisA9W87qvdZvLqmo_C2ja172Hg
এবার Winamp-এর কথাই বলতে হবে । আমরা কম-বেশি সবাই Winamp চিনি, কারণ এটি মূলত PC'র জন্যই তৈরি হয়েছিল ।
এখন Android Market-এ এর চরম সাফল্য । 1,56,323 বার Rated এবং 96,341 বার 5 star পাওয়া এই মিউজিক প্লেয়ার এখন দ্বিতীয়তে ।

3. Real Player

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgWSMNmnv9mFBYh3jik2HAqY2hkvAh5KInPxk6JcWg5MqVWjHwW78mm8FT-x6zAA-dilkibGq3v7WhR9GU1iXbdNtT_wTfh2Q77tC-rLKjg3O1V_Glyqo4NifU1rR1frhozCwTaTQkT6wgO/s1600/real-players.jpg
https://lh6.ggpht.com/MCWo8DLOyHp8lveoaUapwEoX_aXZnt95aRLMd0HH251MxlofaClPTjk8CgphYiXPDpw=h900      https://lh3.ggpht.com/7AzNzwz1qOw87nQdok-Z1SavlJIFZ4Nv_WQh62Ank8lBe-5Zal5XOD-LaN97bT1oYR8=h900
হ্যাঁ, Real Player এখন জনপ্রিয়তার তালিকায় তৃতীয় স্থান দখল করেছে । এটিও PC'তে ইউজ করা যায় । আমরা এটা সাধারণত Youtube বা এধরণের সাইট থেকে ভিডিও ডাউনলোড করি, যেকোন অনলাইন ভিডিও streaming ছাড়া দেখাতে এর আলাদা সম্মান ।
Android-এও এর Popularity কম না । 1,21,220 বার rating হওয়ার পর 5 Star আছে 79,861 টি ।

4. Double Twist with magic Radio

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgQw51ndykaP0KEWsYTOaEzKpOeRIsjdog2b8sPUscL7kgT_tS4Hp3m4aZY_XenI8JDxmgGBVnIQs7Z9eAlAfZe7M335Zfm4OTnPteWZZNlgnnxD7Sft89Ex1uOYeG9ItT45HvLKq1_TgOR/s1600/doubleTwist+with+Magic+Radio.jpg
doubleTwist Music Player - screenshot      doubleTwist Music Player - screenshot
doubleTwist Music Player - screenshot      doubleTwist Music Player - screenshot
আসলে এর জাঁকজমক স্ক্রীন এবং একটু Stylish ভাবের জন্য Stylish ব্যক্তিদের বেশ নজর কেড়েছে । এর PC'র ভার্শন থাকলেও সেটি জনপ্রিয়তা পায়নি বললেই চলে । এটি Real Player-এর চরম প্রতিদন্ধি ।
1,17,573 বার rating হওয়ার পর এর 5 star 76,621 বার ।

5. N7Player Music player

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg8aQEKRttHkYDhV3T1mzMqXqCW4Ezk5pePO4iU9T-HD-ZaGkBkCeMpdihiUFNBNBavlmaJ6Fk_9E4PCtKljZ0dQFyShZQlaL8u92dJgULHvzwZAcpUVkSIL3NfkO0J2SEYl_3DD7iNZ4Xm/s1600/n7player-Music-Player.jpg
n7player Music Player (Full) v2.1.1 APK     n7player Music Player (Full) v2.1.1 APK
n7player Music Player (Full) v2.1.1 APK     n7player Music Player (Full) v2.1.1 APK
Unique User interface আর Multitouch wall album-এর জন্য সেরা এই মিউজিক প্লেয়ারটি । চাইলে এই প্লেয়ার দ্বারা মিউজিক ব্রাউজ করে অনলাইনেও গান শুনতে পারবেন । এইভাবে চমৎকার service দিতে থাকলে এই মিউজিক প্লেয়ার সম্ভবত কিছুদিনের মধ্যেই সবচেয়ে সেরা মিউজিক প্লেয়ারের আসন দখল করবে ।

6. MusiXmatch Lyrics Player

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhb5g4bkvMhReyTVbT12LXAu_eshgEt2Rlj55OSuOBjwE1gUa19nqTrrMSvGh5CaS_p_pC0apVrV0PtXU-xBnb-kOV07hf6-RRInFSrrjdARqmDZls2l1NI1hrmeOTwDa0ELisfGg-polLC/s1600/musiXmatch+Lyrics+Player.jpg
musiXmatch Music Lyrics Player - screenshot      musiXmatch Music Lyrics Player - screenshot
musiXmatch Music Lyrics Player - screenshot
Android জগতে এটি এক নম্বর Lyric Player । যারা Music শুনতে শুনতে Lyrics-এও চোখ বুলাতে চান, তাদের জন্য আমি বলব এই Player টিই Best. অনলাইন-অফলাইনে এই Lyrics দেখতে পারেন । 32 টি ভাষা এতে সাপোর্ট করে ।

7. MixZing Media Player

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiFM-R901z3AkKgkYZqXyOQvHVv-ZGlTowl2SKsMur6OrcTnn5uZbT6L8qgSexeQPE9zYJwfCP_aeWcBiEosMh7cbh40yayBXRLm174tWwD2vPPJFx6fbO5tk51HXc3XKvcrgFCWwLCoZbs/s1600/MixZing+Media+Player.jpg
MixZing Music Player - screenshot      MixZing Music Player - screenshot
MixZing Music Player - screenshot      MixZing Music Player - screenshot
কারণ, এটি শুধু Music শোনার জন্যই না, ইচ্ছামত Edit-ও করতে পারবেন । গানের শিল্পী, অ্যালবাম ইত্যাদি আপনার ইচ্ছামত এডিট করার সুযোগ এখানে পাবেন । Rating অনুসারে 6th স্থানে জায়গা করে নিয়েছে এই Player-টি ।

8. TTPod

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh-bcp75MQwQRQNhiRrTnGOT5wThP9P4fqKyDKIJJgH87L_fqFaoCMPJjWVggdPWv4d1VaBD3F5wIFgbzhUxCW7pBu2J778O_FcM1bdDIvou1wRUTEuCXbXp6vBKNw7SgAyGriQEuMWLQyK/s1600/TTPod.jpg
TTPod - screenshot      TTPod - screenshot
সিম্বিয়ান ইউজারদের খুব ভাল পরিচয় আছে এই Player-এর সাথে । Android-এও খুব ভাল সময় যাচ্ছে এই Player-টির । অনেক Screen, photo art , lyric সুবিধা চাইলে এটি মন্দ হবে না ।

9. PlayerPro Music Player

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEilLAI_8AU67odYoSOc7d_KPWSui8OohQMegVKHHdjcPOpm_4bYGBY7R2vsRyou9MwUeOXMAIlcPcflsDggsKYKnUbZUYVODWbsVfutI4gc2d44vjMV9-bClZbLB4plPHnUH0jx1FamnDnT/s1600/PlayerPro+Music+Player.jpg
https://lh5.ggpht.com/CCkwDgCysIBeDTbJQiPMm5wtIVuHLQP7JMg7fhMEsud0t1SRl3NlkPXWtllEC14IQqv8      https://lh6.ggpht.com/2UY0ookqX50vGlyvAbA3hIDVOxMrGqmNedBHQmkWAh2ssg-2SaFlgq8c_BacjOaoXS3a
https://lh4.ggpht.com/gFTI9s5Me5ut738orTexN4JoSsuY9ceMjpNB4wKYZuTu8Bg3F9fNYsHp0c6eP9Eofkla
ডিজে ভাইদের পালা এবার । আপনারা এই Player-টি পছন্দ করবেন কারণ, এতে অনেক Mixing audio effect পাবেন । তাছাড়া net তো আছেই, চাইলে আরও effect নামিয়ে নিয়ে ইচ্ছামত গান মিক্স করে আমাদের শোনাবেন... :-P

10. NRG Player

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgIILjtX2WxR6SlZrz56wIuElJlSlWt7TgmdSEfoiedsLqCf3oSJFYXWo5jplhHP7UdOKn10Y_se4hbWLdH0WHsM5cFELf9qA9zqybztsnZ4nsHSDKetaObYFFjsWGdmV9QrKzlgHhpjgtb/s1600/NRG+Player.jpg
NRG Player - music player - screenshot      NRG Player - music player - screenshot
NRG Player - music player - screenshot      NRG Player - music player - screenshot

আপনি যদি একটু Different জিনিসের ভক্ত হন, তাহলে এই প্লেয়ারটি আপনার জন্যেই ।
এটা অন্যান্য মিউজিক প্লেয়ারদের থেকে সম্পূর্ণ আলাদা - অনেকটা Double Twist-এর মত । 10 নম্বরে থাকা এই App টি উপরের 9টি App-কে চরম চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে ।

পোস্ট টি ভাল লাগলে অবশ্যই কমেন্ট করবেন।

ধন্যবাদ !! 
নিয়ে এলাম Android-এর সেরা 10 টি Music Player + Patch (2013) . না দেখলে চরম মিস করবেন !!! ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে !!! নিয়ে এলাম Android-এর সেরা 10 টি Music Player + Patch (2013) . না দেখলে চরম মিস করবেন !!! ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে !!! Reviewed by Bd market on সোমবার, আগস্ট ১৯, ২০১৩ Rating: 5

Music

ads 728x90 B
Blogger দ্বারা পরিচালিত.