Recent Posts

Seo Services

নিয়ে নিন অ্যান্ড্রয়েড ব্যাকআপ সফটওয়্যার- স্ন্যাপপি

বুধবার, সেপ্টেম্বর ২৫, ২০১৩
অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য একটি ভাল ডিভাইস ম্যানেজার খুঁজে পেতে অনেকেই হিমশিম খেয়ে যান। এর জন্য আসলে তাদের দোষ দেয়া যায় না। অনেক স্মার্টফোন কোম্পানির নিজস্ব ডিভাইস ম্যানেজমেন্ট সফটওয়্যার থাকলেও সেগুলো ততটা ইউজার ফ্রেন্ডলি ও কাজের না যেমন- স্যামসাং এর কাইজ। তাই আজকে আমরা একটি অসাধারণ ডিভাইস ম্যানেজমেন্ট সফটওয়্যার নিয়ে আলোচনা করব নাম নাম স্ন্যাপপি(SnapPea)।
স্ন্যাপপি আসলে একটি অ্যান্ড্রয়েড ডিভাইস ম্যানেজমেন্ট সফটওয়্যার যা দিয়ে আপনি পিসি দিয়ে আপনার অ্যান্ড্রয়েড ডিভাইস ম্যানেজ করা,ব্যাকআপ রাখা,ফাইল ম্যানেজমেন্টসহ আরো অনেক কাজ অনেক সহজে করতে পারবেন। চলুন তার আগে দেখে নেই কিভাবে আপনি স্ন্যাপপি ইন্সটল করবেন।

ইন্সটলেশন ও কানেকশনঃ
a
প্রথমে স্ন্যাপপি ওয়েবসাইটে গিয়ে আপনার পিসিতে স্ন্যাপপি সফটওয়্যারটি ডাউনলোড করে ইন্সটল করে নিন। তবে শুধুমাত্র পিসিতে ইন্সটল করলেই হবে না আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসেও স্ন্যাপপি অ্যাপস ইন্সটলড থাকতে হবে। গুগল প্লে স্টোর থেকে সেটিও ইন্সটল করে নিন। তবে আপনি যদি ট্যাবলেট ইউজার হন তাহলে আরেকটি ওয়েবসাইট থেকে আপনাকে এর এপিকে ডাউনলোড করে ইন্সটল করতে হবে।
a
এখন স্ন্যাপপির সাথে কানেক্ট করতে হলে আপনার ডিভাইসকে ইউএসবি ডিবাগিং মোডে পিসির সাথে সংযুক্ত করতে হবে। কিভাবে তা করতে হয় তা না জানলে পিসির অ্যাপ্লিকেশনটি দেখুন। সেখানে অ্যান্ড্রয়েডের বিভিন্ন ভার্সনের জন্য কানেক্ট করার পদ্ধতি দেখানো আছে।
a
এরপর পিসির স্ন্যাপপি সফটওয়্যার চালু করে পরবর্তী নির্দেশনা অনুসরণ করুন। তাহলেই আপনার অ্যান্ড্রয়েড ডিভাইস পিসির স্ন্যাপপি সফটওয়্যারটির সাথে কানেক্ট হয়ে যাবে।
চলুন এখন দেখি আপনি কি কি করতে পারবেন
১. অ্যাপস ব্যাকআপ ও ম্যানেজমেন্টঃ আপনি স্ন্যাপপি দিয়ে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেস্কটপে ডাউনলোড করে অ্যান্ড্রয়েড ডিভাইসে ইন্সটল করতে পারবেন। এছাড়া অপ্রয়োজনীয় অ্যাপ্লিকেশন সহজে ডিলিট করা,অ্যাপ্লিকেশন ডাটা ইন্টারনাল মেমরি থেকে এসডি কার্ডে কপি করার মতো বেসিক কাজগুলো সহজেই করে ফেলা যায়। প্রশ্ন করতে পারেন যে, এগুলো তো অ্যান্ড্রয়েড ফোন থেকেও করা যায়। হুম, তা যায়। তবে স্ন্যাপপি দিয়ে আপনি অনেকগুলো অ্যাপ্লিকেশন একই সাথে ম্যানেজ করতে পারবেন যা ডিভাইসে বেশ সময় সাপেক্ষ ব্যাপার।
a
এছাড়া অ্যাপ্লিকেশনের ব্যাকআপ রাখতেও আপনি স্ন্যাপপি ব্যবহার করতে পারেন। এতে ডিভাইসে কোন অ্যাপস আপডেট করার পর তা ঠিকমতো কাজ না করলে আপনি ব্যাকআপ করে রাখা এপিকে দিয়েই অ্যাপস আবার রিস্টোর করতে পারবেন।
২. মিডিয়া ব্যাকআপঃ অ্যান্ড্রয়েড ডিভাইসে আমরা অধিকাংশ সময়েই বিভিন্ন গান,মিউজিক ভিডিও এমনকি মুভিও সংরক্ষণ করি। এসব মিডিয়া ফাইলগুলো ব্যাকআপ,ডিভাইসে সিঙ্ক করতে আপনি স্ন্যাপপি ব্যবহার করতে পারেন। আইটিউনসের মিউজিকগুলোও আপনি আপনার ডিভাইসে এটি দিয়ে সিঙ্ক করতে পারবেন।
a
৩. কন্ট্যাক্টস ম্যানেজমেন্টঃ আর দশটা ডিভাইস ম্যানেজমেন্ট সফটওয়্যারের মতো স্ন্যাপপি দিয়েও আপনি আপনার মোবাইলের কন্ট্যাক্ট লিস্ট,এসএমএস এর ব্যাকআপ রাখতে পারবেন, কন্ট্যাক্ট লিস্ট এডিট করতে পারবেন এবং পিসি থেকে এসএসএম লিখে তা সেন্ড করতে পারবেন।
a
৪. ডিভাইস স্ক্রিনশট ও স্ক্রিন রেপ্লিকেশনঃ স্ন্যাপপি আরেকটি মজার ব্যাপার হলো এটি দিয়ে ডিভাইসের স্ক্রিনশট নেবার পাশাপাশি আপনি আপনার ডিভাইসের স্ক্রিনকে পিসিতেও দেখতে পারবেন। অর্থাৎ আপনি স্ন্যাপপি দিয়ে অ্যান্ড্রয়েড ডিভাইস পিসি থেকেই চালাতে পারবেন। তবে এই প্রক্রিয়া কিছুটা ধীরগতির তাই পিসি থেকে ডিভাইসের গেমস খেলার কথা আপাতত চিন্তা না করাই ভাল।
a
অনেক সময়ে ডিভাইস ফরম্যাট ও ফ্যাক্টরি রিসেট দেবার দরকার হতে পারে এবং এরপর ডিভাইস থেকে আপনার অনেক প্রয়োজনীয় ফাইল,কন্ট্যাক্ট লিস্ট ও অন্যান্য অনেক অ্যাপ্লিকেশন মুছে যেতে পারে। তাই বিড়ম্বনা থেকে বাঁচতে স্ন্যাপপি ব্যবহার শুরু করে দিন। সহজ এবং এর বিভিন্ন সুবিধার কারণে স্ন্যাপপি এরই মধ্যে সেরা ডিভাইস ম্যানেজমেন্ট সফটওয়্যার হিসেবে জায়গা করে নিয়েছে।
নিয়ে নিন অ্যান্ড্রয়েড ব্যাকআপ সফটওয়্যার- স্ন্যাপপি নিয়ে নিন অ্যান্ড্রয়েড ব্যাকআপ সফটওয়্যার- স্ন্যাপপি Reviewed by Bd market on বুধবার, সেপ্টেম্বর ২৫, ২০১৩ Rating: 5

!! সনি প্রস্তুত করছে ভার্চুয়াল রিয়েলিটি হেডসেট !! না দেখলে চরম ভাবে মিস করবেন @@@@@@

বুধবার, সেপ্টেম্বর ১৮, ২০১৩
অকুলাস রিফট হল একটি ভার্চুয়াল হেড-মাউন্টেড ডিসপ্লে যার বর্তমানে উন্নয়নের কাজ চলছে। ডিভাইসটি প্রস্তুত করছে অকুলাস ভিআর নামের একটি প্রতিষ্ঠান। বর্তমানে এর ডেভেলপার কিটস বাজারজাত করার জন্য প্রস্তুত করা হচ্ছে। তবে যদিও ডিভাইসটি বর্তমানে উন্নয়নের পথে এবং এখন পর্যন্ত সম্পূর্ণও কার্যক্ষম নয় তবে ৩০০ ডলারের বিপরীতে এটিই সবচেয়ে উন্নতমানের ভার্চুয়াল রিয়ালিটি প্রদান করতে সক্ষম। আর প্লে-স্টেশন নির্মাতা সনি এই নতুন ডিভাইসের চাহিদা বুঝতে পেরে বর্তমানে তাদের প্লে-স্টেশন ৪ এর জন্য ভার্চুয়াল রিয়ালিটি হেডসেট প্রস্তুত করছে।
Oculus-Rift-1[1].jpg
তবে ব্যাপারটি সহজ নয়। যদিও অকুলাস রিফট তার ব্যবহারকারীকে কিছুটা ভার্চুয়াল রিয়ালিটি প্রদান করতে সক্ষম হয় কিন্তু এর প্রধান জনপ্রিয়তা পাওয়ার কারণ হল এর মূল্য এবং সহজ কনফিগারেশন। একটা সময় ছিল যখন কিনা সেগা তাদের জেনেসিস এর জন্য ভার্চুয়াল রিয়ালিটি হেডসেট প্রস্তুতের চেষ্টা করেছিল এবং তা প্রায় ২০ বছর আগের ঘটনা। নিন্টেন্ডো প্রস্তুত করেছিল ভার্চুয়াল বয় যা অধিক জনপ্রিয়তা পেয়েছিল। কিন্তু এগুলো কোনটিই সত্যিকার ভার্চুয়াল রিয়ালিটি প্রদান করতে পারেনি। এ ক্ষেত্রে অকুলাস রিফট প্রমান করেছে যে প্রায় সক্ষম একটি ভার্চুয়াল রিয়ালিটি ডিভাইস গ্রাহক পর্যায়ে বাজারজাত করা সম্ভব। আর সনি তাদের প্লে-স্টেশন নিয়ে ব্যাপক সফলতার পর এখন তাই পরিকল্পনা করছে তাদের প্লে-স্টেশনের জন্য একটি ভার্চুয়াল হেডসেট প্রস্তুত করার।
216[1].jpg
ইউরোগেমার সোর্সেস এর মতে, সনি ২০১৪ সালে বাজারজাত করার লক্ষ্যে এই হেডসেট প্রস্তুত করছে এবং এটি অকুলাস রিফটের মতনই কাজ করবে। বর্তমানে হেডসেটটি পরীক্ষা করা হছে ড্রাইভক্লাবে যেখানে খেলোয়াড়রা একটি গাড়ির ভিতরের চারিদিকে তাকাতে পারবে। রিপোর্টটি বিশ্বাসযোগ্য হবার কারণও আছে, যেহেতু ড্রাইভক্লাবের প্রস্তুতকারক ইভল্যুশন স্টুডিওস ২০০৮ সাল থেকে থ্রিডি সফটওয়্যার নিয়ে কাজ করছে। হেডসেটটি এবছর গেমসকম এই উন্মুক্ত হবার কথা ছিল। তবে দুর্ভাগ্যবশত তা হয়নি।
sony-hmz-t3[1].jpg
আর যদি সনির এই হেডসেট কাজ নাও করে সনি তাদের প্লে-স্টেশনকে অকুলাস রিফটে চলার উপযোগী করে তুলতে পারবে। যার ফলে উভয় প্রতিষ্ঠানই লাভবান হবে। একই কাজ করতে পারে অ্যাপল, মাইক্রোসফট, গুগল এবং নিন্টেন্ডো প্ল্যাটফর্ম। তবে সনি যদি নিজের প্রস্তুতকৃত হেডসেট বের করতে পারে তবে তা হবে সনিরই লাভ। কারণ এর ফলে প্লে-স্টেশন ৪ অন্য ডিভাইসগুলোর চেয়ে এগিয়ে থাকবে।
সনি ইতোমধ্যে পিএস৪ এর সাথে গেম খেলার উপযোগী ডিজিটাল মিডিয়া রিসিভার পিএস ভাইটা এর ঘোষণা করে এক্সবক্স ওয়ানের চেয়ে এগিয়ে আছে। আর যদি সনি ভার্চুয়াল রিয়ালিটি হেডসেট ও প্রদান করতে পারে তবে তা গ্রাহকদের উল্লেখযোগ্য হারে আকর্ষণ করবে। বিশেষ করে যদি প্রশ্ন করা হয় 'আপনি কি এক্সবক্স ওয়ানের মাধ্যমে শুধু টিভিতে গেম খেলবেন নাকি পিএস৪ এর মাধ্যমে গেমের ভিতরের জগতে যাবেন?'এমন। গেমিং ইন্ডাস্ট্রিতে এর চেয়ে আকর্ষণীয় আর কিছু থাকবে না।
!! সনি প্রস্তুত করছে ভার্চুয়াল রিয়েলিটি হেডসেট !! না দেখলে চরম ভাবে মিস করবেন @@@@@@ !! সনি প্রস্তুত করছে ভার্চুয়াল রিয়েলিটি হেডসেট !! না দেখলে চরম ভাবে মিস করবেন @@@@@@ Reviewed by Bd market on বুধবার, সেপ্টেম্বর ১৮, ২০১৩ Rating: 5

৯৯ ডলার দিয়ে আইফোন আসছে !! আজ অ্যাপল ইভেন্টঃ আসতে পারে স্বল্প মূল্যের আইফোন ৫সি'র ঘোষণা !!

মঙ্গলবার, সেপ্টেম্বর ১০, ২০১৩
অ্যাপলের নতুন ডিভাইস ঘোষণার ইভেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ বাংলাদেশ সময় রাত ১১ টায়। বিগত কয়েক মাস ধরে চলতে থাকা নানা গুজবের অবসান ঘটতে যাচ্ছে অ্যাপলের এই ইভেন্টের মাধ্যমে। কি ঘোষণা করা হবে আজকের এই ইভেন্টে? এছাড়া আজকে ছাড়াও আগামীকাল অ্যাপল চায়নায় একটি ইভেন্ট ঘোষণা করেছে। সেই ইভেন্টেই বা কি ঘোষণা করবে অ্যাপল? আসলেই কি সকল গুজবের অবসান হচ্ছে আজকে নাকি আরও কিছু বাকি রয়ে যাবে। আজকের ইভেন্টে অ্যাপল কি ঘোষণা করতে পারে এবং কি ঘোষণা করতে না পারে তা নিয়ে প্রিয় টেকের এই পোস্ট-
Apple event.PNG

আইফোন ৫এস এবং আইফোন ৫সি

বর্তমানে সবচেয়ে বেশি চলতে থাকা গুজব হল এটি। বিগত প্রায় কয়েক মাস ধরেই শোনা যাচ্ছে যে অ্যাপল এবার আইফোন ৬ বাজারে না এনে ঘোষণা করবে আইফোন ৫এস। ইন্টারনেটে পাওয়া গেছে নানা ছবি, কেসিং তথ্য প্রভৃতি। শোনা যাচ্ছে অ্যাপল তাদের নতুন এই ফোনে রাখবে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সুবিধাও। আর বরাবরের মত অ্যাপলের এই নতুন ফোন হবে আগের তুলনায় প্রায় দ্বিগুণ শক্তিশালী।
iphone-5c-21_0[1].png
আইফোন ৫এসের পাশাপাশি এবার অ্যাপল ঘোষণা করতে পারে আইফোন ৫সি যা কিনা মূলত একটি স্বল্পমূল্যের আইফোন। আইফোন ৫সি এর কেসিং এর ছবি ইন্টারনেটে পাওয়া যাচ্ছে বিগত কয়েক মাস ধরে। মূল্য নিয়ে করা হয়েছে নানা আলোচনা। কেউ বলেছে এর মূল্য হবে ৯৯ ডলার অপরদিকে কেউ বলেছে এর মূল্য হবে ৩০০ ডলারের আসেপাশে। তবে যাই হোক না কেন অ্যাপল যে আইফোন ৫সি ঘোষণা করছে তা মোটামটি নিশ্চিত বলা যায়। প্লাস্টিকে গড়া এই ফোনের হার্ডওয়্যার কি হবে এটি নিয়েও আছে নানা প্রশ্ন। তবে অ্যাপলের অন্যান্য সকল ডিভাইসে যেখানে একটি কম মূল্যের সংস্করণ আছে সেখানে এটি শুধু সময়েরই ব্যাপার ছিল।

আইওএস ৭

redesign_ios7_lightdark2[1].png
গত জুন মাসে অ্যাপল প্রথম ঘোষণা করে তাদের নতুন আইওএস ৭ অপারেটিং সিস্টেম। সম্পূর্ণও নতুন ভাবে গড়ে তুলা এই অপারেটিং সিস্টেমের বেটা সংস্করণ ডেভেলপাররা পেয়ে চলছে গত জুন থেকেই। আজকে অ্যাপল এর কনজিউমার সংস্করণ ঘোষণা করবে রিলিজের তারিখ ঘোষণা করবে আশা করা যায়। এছাড়া নতুন আইফোনগুলোও এই সংস্করণেই যে বাজারে আসবে তা ধারনা করা যায়।

আইটিউনস রেডিও

Screen-Shot-2013-06-11-at-12.50.25-AM[1].png
আইটিউনসের নতুন সংস্করণের মাধ্যমে অ্যাপল তাদের গ্রাহকদের প্রদান করবে আইটিউনস রেডিও সুবিধা। আইওএস ৭, অ্যাপল টিভি প্রভৃতির মাধ্যমে এই সুবিধা উপভোগ করা যাবে। বিজ্ঞাপন সহ এই সুবিধাটি ফ্রি হলেও অ্যাপল বাৎসরিক ২৪.৯৯ ডলারের বিনিময়ে বিজ্ঞাপনমুক্ত সার্ভিসও প্রদান করবে এটির।

অ্যাপল টিভি আপডেট

step1-appletv-hero.png
বর্তমানে ডিজিটাল মিডিয়া রিসিভার ডিভাইস বাজারে রয়েছে ব্যাপক প্রতিযোগিতা। আর এই প্রতিযোগিতায় এগিয়ে থাকতে অ্যাপল ঘোষণা করতে পারে অ্যাপল টিভি এর নতুন আপডেট যা কিনা আইটিউনস রেডিও সমর্থন করবে।

আইপড আপডেট

iPodNano7.101212.001[1].jpg
গত বছরই যেখানে নতুন আইপড ঘোষণা করা হয়েছে সুতরাং এ নিয়ে বেশি কিছু আশা করা যায় না। তবে ধারনা করা হচ্ছে অ্যাপল আইপডের জন্য কিছু আপডেট ঘোষণা করবে এবং নতুন রঙের আইপড ও উন্মুক্ত করবে।

যা ঘোষণা করবে না

apple-ipad-mini-pr[1].jpeg
যদিও অ্যাপল বর্তমানে আইপ্যাড প্রস্তুত করছে। আর এর প্রমান স্বরূপ আমরা ইতোমধ্যে নানা ছবিও দেখতে পেরেছি তবে আজ অ্যাপল আইপ্যাড এর নতুন সংস্করণ ঘোষণা করবে আশা করা যায় না। অ্যাপল অন্য কোন আলাদা ইভেন্টে এটি ঘোষণা করবে ধারনা করা যায়। একইসাথে অ্যাপলের ম্যাক ওএস এর নতুন সংস্করণের কনজিউমার সংস্করণ রিলিজ এবং নতুন ম্যাকবুক লাইনআপও ঘোষণা করা হতে পারে পরবর্তীতে। তবে যত যাই হোক আজকের অনুষ্ঠানে এসকল ডিভাইস ঘোষণা নিয়ে খুব আশা না করাই ভাল। এখন অ্যাপল আজ সত্যিকার অর্থে তার গ্রাহকদের জন্য কি ঘোষণা করে তা আর কয়েক ঘণ্টা পরেই বোঝা যাবে।
৯৯ ডলার দিয়ে আইফোন আসছে !! আজ অ্যাপল ইভেন্টঃ আসতে পারে স্বল্প মূল্যের আইফোন ৫সি'র ঘোষণা !! ৯৯ ডলার দিয়ে আইফোন আসছে !! আজ অ্যাপল ইভেন্টঃ আসতে পারে স্বল্প মূল্যের আইফোন ৫সি'র ঘোষণা !! Reviewed by Bd market on মঙ্গলবার, সেপ্টেম্বর ১০, ২০১৩ Rating: 5

!!! লেটেস্ট নিউজ !!! বাজারে ঝড় তুলতে আসছে এলজি জি২ !!

বুধবার, সেপ্টেম্বর ০৪, ২০১৩
সম্প্রতি এলজি নতুন স্মার্টফোন এর ঘোষণা দিয়েছে যার নাম এলজি জি২। এলজি স্মার্টফোন মার্কেটে অ্যাপল,স্যামসাং এর সাথে পাল্লা দিয়ে বেশ শক্ত অবস্থানেই আছে। কিন্তু সাম্প্রতিক সময়ে রিলিজ পাওয়া মটোরোলার এক্স কিংবা স্যামসাং গ্যালাক্সি এস৪ এর সাথে পাল্লা দেবার জন্য একটা চমক এলজির জন্য দরকার ছিল আর সেই চমকটিই জি২। অসাধারণ পারফরমেন্স, চোখ ধাঁধানো ডিসপ্লে বা মানানসই ক্যামেরা কি নেই এতে। নিঃসন্দেহে বাজারের অন্যতম সেরা অ্যান্ড্রয়েড ফোন হতে যাচ্ছে এলজির জি২।
a
এটিই প্রথম বাণিজ্যিক ভাবে ব্যবহারের জন্য কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮০০ প্রসেসর যুক্ত ফোন যা সারা দুনিয়া জুড়ে বিক্রির জন্য এলজি রিলিজ করতে যাচ্ছে। শুধু যে প্রসেসর তা কিন্তু নয়,এর ফুল এইচডি ৫.২ ইঞ্চি ডিসপ্লে এবং ১৩ মেগাপিক্সেল ক্যামেরাও জি২কে অন্যমাত্রা দিয়েছে। তবে সবচেয়ে বড় চমকটি এলজি দেখিয়েছে এর ডিজাইনে। অন্যান্য স্মার্টফোনের বাটন সামনে এবং পাশে থাকলেও এলজি জি২ তে সব বাটন স্মার্টফোনের পিছনে দিয়ে দিয়েছে। কেন দিয়েছে সেটা আমরা একটু পরেই জানব। চলুন এবার একটু বিস্তারিত বলা যাক।
১. ডিসপ্লে ও ডিজাইনঃ
a
এলজি জি২ এর দৈর্ঘ্য ৫.৪৫ ইঞ্চি,২.৭৯ ইঞ্চি চওড়া এবং এর পুরুত্ব .৩৫ ইঞ্চি। এলজি জি২ এর বডি ফিনিশিং গ্লসি হওয়ায় সহজেই আঙ্গুলের ছাপ বডিতে পড়তে পারে যা একটি খারাপ দিক। এছাড়া আর দশটা বড় আকৃতির স্মার্টফোনের মতো এই ফোনটিও ঠিকভাবে ধরতে এবং অপারেট করতে বেশ বেগ পেতে হবে। আপনি কখনই একভাবে সেটটি ধরে রেখে পুরো স্ক্রিন জুড়ে সেটটি চালাতে পারবেন না। ফলে হাতের গ্রিপ আপনাকে বারবার চেঞ্জ করতে হবে। এই সমস্যাগুলো আসলে অনেকটা ব্যক্তির উপর নির্ভর করে বলে এগুলোকে আসলেই সমস্যা বলা যায় নাকি সেটা নিয়ে বিতর্ক থাকতে পারে।
a
যাই হোক, সেটটির অন্যতম আকর্ষণীয় দিক এর ডিসপ্লে। এতে ৫.২ ইঞ্চি ফুল এইচডি আইপিএস ১৯২০*১০৮০ পিক্সেল রেজুলেশনের ডিসপ্লে রয়েছে যার পিক্সেল ডেনসিটি ৪২৩পিপিআই। অর্থাৎ অসাধারণ কালার, ঝকঝকে ছবির পাশাপাশি ওয়াইড ভিউয়িং অ্যাঙ্গেলের কারণে আপনি মুভি দেখা থেকে শুরু করে গেম খেলা প্রায় সব কাজ খুব ভালভাবে করতে পারবেন। আর সূর্যের আলোতে আপনার ডিসপ্লে দেখতে কোন সমস্যাই হওয়ার কথা না। তবে খুব সহজেই ডিসপ্লেতে আঙ্গুলের ছাপ পড়ে যায় বলে তা যথেষ্ট বিরক্তির কারণ হতে পারে।
২.ক্যামেরাঃ
এলজি জি২ এর ক্যামেরা লুমিয়া ১০২০ এর মতো হয়ত ততোটা ভাল না তবে যথেষ্টই ভাল বলা যায়। স্যাফায়ার ক্রিস্টাল গ্লাস লেন্সের এই ক্যামেরা লো লাইট ও আউটডোরে বেশ ভাল ছবি তুলতে পারে। ছবি যেকোন কন্ডিশনেই কালারফুল এবং সবগুলো অব্জেক্টকেই বেশভালভাবে ফোকাসে রাখতে পারে। এছাড়া এর ক্যামেরা দিয়ে ফুল এইচডি ভিডিও রেকর্ডিং করা যায় যার মান অসাধারণ। স্মুথ ভিডিও রেকর্ডিং ও ন্যাচারাল সাউন্ডের কারণে আপনি এই সেটকে খুব সহজেই পার্সোনাল হ্যান্ডি ক্যাম হিসেবে ব্যবহার করতে পারবেন।
a
তবে ক্যামেরার সবচেয়ে আকর্ষণীয় দিক হলো অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন। অনেক ফোনের ক্যামেরাতে এই সুবিধা থাকলেও জি২ এর মতো এত ভাল ইন্টিগ্রেশন আর কোন ক্যামেরা বোধহয় করতে পারেনি। আপনি দৌড়ানো অবস্থায় ছবি তুললেও ছবি অবিশ্বাস্য রকম শার্প এবং এতে আপনি কোন মোশন ব্লার দেখতে পাবেন না। এছাড়া জুম করা অবস্থায়ও ওআইএস বেশ ভাল পারফর্ম করে। নিচের ছবিটি দৌড়ানোর সময় তোলা হয়েছে।
a
৩.হার্ডওয়্যার ও পারফরমেন্সঃ
a
আগেই বলেছি এলজি জি২ তে ২.২৬ গিগাহার্জ কোয়াড কোর স্ন্যাপড্রাগন ৮০০ প্রসেসর আছে যা এই মুহূর্তে সেরা প্রসেসর। ২ জিবি এলপিডিডিআর৩ ৮০০ মেগাহার্জ র‍্যামের পাশাপাশি এতে ৩২ জিবি ননএক্সপান্ডেবল ইন্টারনাল স্টোরেজ রয়েছে। এছাড়াও গ্রাফিক্স হ্যান্ডেল করার জন্য এর প্রসেসর ডেডিকেটেড জির‍্যাম ব্যবহার করে থাকে। গেম খেলার জন্য একদম আদর্শ ডিভাইস বলতে যা বোঝায় জি২ ঠিক তাইই।
a
তবে ইন্টারনাল স্টোরেজ জি২ এর প্রতিদ্বন্দ্বীদের তুলনায় কমই বলা যায়। যেখানে গ্যালাক্সি এস৪ এর ১৬/৩২/৬৪ জিবি স্টোরেজ ও মাইক্রোএসডি সাপোর্টসহ তিনটি মডেল পাওয়া যায় সেখানে এলজি জি২ এর ৩২ জিবি স্টোরেজ এই ধরণের হাই এন্ড সেটের জন্য কমই বলা যায়। এর ব্যাটারি ৩০০০mAh এবং এটি নন রিমুভেবল ফলে আপনি ব্যাটারি নষ্ট হয়ে গেলে পরিবর্তন করতে পারবেন না।
জি২তে অ্যান্ড্রয়েড ৪.২.২ জেলিবিন অপারেটিং সিস্টেম রয়েছে। সাধারণ ইন্টারনেট ব্যবহার বা গেম খেললে এই সেটটিতে প্রায় দেড় দিন চার্জ থাকে। শুনতে কম বলে মনে হলেও আপনি স্মার্টফোনে এর চেয়ে বেশি ভাল ব্যাটারি ব্যাকআপ হয়ত আশা করতে পারেন না। সুপার ফাস্ট প্রসেসর এবং ভাল র‍্যামের কারণে অ্যাপ লঞ্চ কিংবা মাল্টি টাস্কিং খুব সহজ ও স্মুথলি করতে পারবেন। দেখা গেছে এই সেটটি প্রায় ৩০ সেকেন্ডে স্টার্ট এবং রিস্টার্ট হতে পারে। আসলে এই সেটে এত ভাল কনফিগারেশন দেয়া হয়েছে যে তাতে পারফরমেন্স কেমন হবে এই নিয়ে প্রশ্ন করাটাই অস্বাভাবিক!
কথা হলো কি কি বিষয় জি২ কে অন্য স্মার্টফোন থেকে আলাদা করেছে?
১. দারুন প্রসেসর।
২. সকল ফিজিক্যাল বাটন সেটের পিছনে। এতে আপনি হয়ত ইউজ করতে কিছুটা সমস্যায় পড়তে পারেন তবে ফিজিক্যাল বাটন পিছনে থাকাকেই এলজি স্বাভাবিক বলে মনে করেছে।
a
৩. কিছু জেসচার কন্ট্রোল ও ফিচার যেমন নকঅন,স্লাইড এসাইড, ক্লিপ ট্রে, অ্যান্সার মি এবং গেস্ট মোড।
৪. অডিও জুমিং- আপনি যেকোন ভিডিও চলার সময় ভিডিওর যেকোন অডিও সোর্সের সাউন্ড বন্ধ করে দিতে পারবেন। যেমন ধরুন একটি ভিডিওতে তিনজন লোক কথা বলছে। আপনি সবার কথা বন্ধ করে দিয়ে একজনের কথা শুনতে পারবেন বা যেকোন মানুষ/অডিও সোর্সের সাউন্ড বন্ধ করে দিতে পারবেন।
৫. ডুয়াল রেকর্ডিং- আপনি একই সাথে ফ্রন্ট ও রিয়ার ক্যামেরা ব্যবহার করে একটি ভিডিও রেকর্ড করতে পারবেন।
a
৬. কুইক রিমোট- আপনি এই ফিচারের মাধ্যমে আপনার স্মার্টফোনকে টিভি,ডিভিডি প্লেয়ার কিংবা প্রজেক্টরের ইউনিভার্সাল রিমোট হিসেবে ব্যবহার করতে পারবেন।
এলজি জি২ নিঃসন্দেহে স্মার্টফোন বাজারে ঝড় তুলতে যাচ্ছে। এই স্মার্টফোনের হয়ত কিছু সমস্যা আছে তবে তা মোটেই গুরুতর কিছু নয়। পারফরমেন্স যেখানে এত ভাল সেখানে এইসব ছোটখাট সমস্যা মাফ করে দেয়া যায় কি বলেন? তবে এলজি জি২ কে মটো এক্স, গ্যালাক্সি এস৪ এর সাথে তীব্র প্রতিযোগিতার মুখে পড়তে হবে। তবে বিশেষজ্ঞরা আশা করছেন জি২ এলজিকে হতাশ করবেনা। দেখা যাক কাস্টমাররা জি২কে কিভাবে গ্রহন করেন। এলজি জি২ আগামী ১২ সেপ্টেম্বর আমেরিকায় রিলিজ পাচ্ছে।
!!! লেটেস্ট নিউজ !!! বাজারে ঝড় তুলতে আসছে এলজি জি২ !! !!! লেটেস্ট  নিউজ !!!  বাজারে ঝড় তুলতে আসছে এলজি জি২ !! Reviewed by Bd market on বুধবার, সেপ্টেম্বর ০৪, ২০১৩ Rating: 5

Music

ads 728x90 B
Blogger দ্বারা পরিচালিত.