Recent Posts

Seo Services

আসছে গ্যালাক্সি গিয়ারঃ স্যামসাং এর প্রথম স্মার্ট ওয়াচ

সম্প্রতি পরিধানযোগ্য প্রযুক্তি ব্যবস্থা সকলেরই দৃষ্টি আকর্ষণ করছে। বর্তমানে এই বিভাগে কাজ করতে দেখা যাচ্ছে গুগল, সনি এর মতন নানা প্রতিষ্ঠান। উঠে এসেছে গুগল গ্লাস, সনি স্মার্টওয়াচ এবং পেবেল এর মতন প্রযুক্তি পণ্য। সম্প্রতি শোনা যাচ্ছে স্যামসাং এবং অ্যাপলও পরিধানযোগ্য পণ্য আনতে যাচ্ছে যা মূলত হতে পারে স্মার্টওয়াচ। এগুলো গুজব হিসেবে মনে হলেও সম্প্রতি স্যামসাং এর ক্ষেত্রে পাওয়া গেছে কিছু প্রমান।
samsung_smartwatch_design_01-580x378[1].jpg
সম্প্রতি ডাচ সাইট গ্যালাক্সি ক্লাব একটি ইউএস ট্রেডমার্ক ফাইলিং আবিস্কার করে যেখানে "স্যামসাং গ্যালাক্সি গিয়ার" কথাটি রয়েছে এবং এটি জমা দেয়া হয় গত জুলাই মাসে। অবশ্য স্যামসাং গিয়ার নামে এর আগে গত জুন মাসে একটি ফাইলিং করা হয়েছে। তবে ফাইলিং এ শুধুমাত্র গিয়ার শব্দটিকে বর্ণনা করা হয়েছে এমন করে-
Wearable digital electronic devices in the form of a wristwatch, wrist band or bangle capable of providing access to the Internet and for sending and receiving phone calls, electronic mails and messages; wearable electronic handheld devices in the form of a wristwatch, wrist band or bangle for the wireless receipt, storage and/or transmission of data and messages and for keeping track of or managing personal information; smart phones; tablet computers; portable computers
এ থেকে ধারনা করা যায় গিয়ার নামটি হাতে পরিধানযোগ্য একটি ডিভাইস হিসেবেই প্রচলন করা হবে। তবে স্যামসাং একে অন্য যেকোনো ডিভাইস হিসেবেও বাজারজার করে থাকতে পারে। স্যামসাং গত মার্চেই ঘোষণা করেছিল যে তারা একটি পরিধানযোগ্য ঘড়ি প্রস্তুত করার চেষ্টায় আছে। আর তাদের এই ডিভাইস গুগল অ্যান্ড্রয়েড সম্পূর্ণভাবে চালাতে সক্ষম হবে। এটি পরিধানযোগ্য ডিভাইস হিসেবে একটি নতুন ধারা সৃষ্টি করবে কারন এ পর্যন্ত বের হওয়া সকল ডিভাইস কাজ করার জন্য একটি ফোনের সাথে যোগাযোগের প্রয়োজন পড়ে। হার্ডওয়্যার এর দিক থেকে শোনা যাচ্ছে স্যামসাং এতে তাদের ফ্লেক্সিবেল অ্যামোলেড ডিসপ্লে প্রযুক্তি ব্যবহার করবে যেখানে ডিসপ্লেটিকে বাকিয়ে একে হাতে পরিধান করা যাবে। ফলে এটি হবে একটি পরিধানযোগ্য ডিভাইস যা একই সাথে একটি বড় স্ক্রিন প্রদান করতে সক্ষম।অধিকাংশ পরিধানযোগ্য ডিভাইসের খারাপ দিক হিসেবে পরিচিত হল ব্যবহার করার উপযোগী স্ক্রিন ছোট হওয়া, গ্যালাক্সি গিয়ার এর সমাধান তাহলে সহজেই করতে পারবে।
এখন প্রশ্ন হল স্যামসাং এর এই নতুন প্রযুক্তি কবে বাজারে আসবে। ধারনা করা হচ্ছে আগামী মাসে অনুষ্ঠিত IFA তে এই ডিভাইস উন্মোচন করা হতে পারে। অথবা স্যামসাং এর ঘোষণা করা আগামী মাসের ৪ তারিখেও গ্যালাক্সি নোটের নতুন সংস্করণের পাশাপাশি প্রদর্শন করা হতে পারে গ্যালাক্সি গিয়ার। এখন তবে অপেক্ষার বিষয় স্যামসাং এর এই নতুন ডিভাইসের জন্য।
আসছে গ্যালাক্সি গিয়ারঃ স্যামসাং এর প্রথম স্মার্ট ওয়াচ আসছে গ্যালাক্সি গিয়ারঃ স্যামসাং এর প্রথম স্মার্ট ওয়াচ Reviewed by Bd market on বুধবার, আগস্ট ০৭, ২০১৩ Rating: 5

কোন মন্তব্য নেই:

Music

ads 728x90 B
Blogger দ্বারা পরিচালিত.