Recent Posts

Seo Services

গুগলের চমক লাগানো ট্যাবলেট Google Nexus 7 এর বিস্তারিত

Google Nexus 7
নেক্সাস ৭ মূলত অ্যামাজন কিন্ডল ফায়ারের বিকল্প হিসেবে আনছে গুগল মাত্র ১৯৯ ডলারে! এই ৭ ইঞ্চি ট্যাবলেট হয়ত ফায়ারকে ধ্বংস করে দিবে বলে মনে করছে অনেকেই।
df
লাইব্রেরি উইগেটটি হোম স্ক্রিনে আপনার ডিভাইসে থাকা মিডিয়াগুলো শো করবে।
df
নেক্সাস ৭ এ এপসগুলোর আইকন দেখতে এমন হবে।
df
ভিডিও প্লেয়ার কোয়ালিটি অনেক ভাল। 1,280 x 800 ডিসপ্লেতে ভিডিও দেখা যাবে।
মুভি ব্রাউজিং
এভাবেই গুগল নেক্সাসে মুভি ব্রাউজ করা যাবে।
df
ম্যাগাজিন ব্রাউজার বেশ গতিসম্পন্ন।
ল্যান্ডস্কেপে ম্যাগাজিন ব্রাউজিং
আছে টেক্সট ভিউ সুবিধা
df
আই টিউনের মত উন্নত না হলেও গুগল মিউজিক প্লেয়ারে কাজ চলে যায়।
গুগল নাউ সুবিধা
এপস পেজ আইকনে আঙ্গুল দিয়ে স্লাইড করে গুগল নাউ চালু করা যাবে।
df
গুগল এপ অটো আপনার লোকাল তথ্য এবং আবহাওয়া আপডেট জানিয়ে দিবে।
নেক্সাস ৭ এ গুগল ক্রোম।
গুগল ম্যাপঃ
নেক্সাস ৭ এ 3D গুগল ম্যাপ খুব ভালভাবেই রেন্ডার করছে।
df
Nexus 7, পিছন থেকে
df
পিছনের এই ডিজাইনে নেক্সাস ধরে রাখতেও সাহায্য করবে।
ডান দিক থেকেঃ
পাওয়ার এবং ভলিয়ুম বাটন হলো একমাত্র শক্ত বাটন এই ডিভাইসের।
df
নেক্সাস ৭ এর মাঝখানে আছে চার্জ করার জন্য USB পোর্ট।
অ্যাইপ্যাড এবং নেক্সাস ৭ পাশা পাশি
df
বক্সে নেক্সাস।
df
এন্ড্রয়েডের নতুন ভার্শন জেলি বিন ৪.১ নিয়ে গুগল বের করছে নেক্সাস ৭। আসুস তৈরি করেছে এই ডিভাইস।
নেক্সাস যখন আপনি হাতে নিবেন তখন এর ব্যাকসাইড চামড়া দিবে আপনাকে সলিড গ্রিপের স্বাধ আর ওজন মাত্র ১২ আউন্স যা কিনা আইপ্যাডের প্রায় অর্ধেক। এই ডিভাইস অনেকটাই পোর্টেবল তবে 4G সুবিধা থাকছে না।
স্ক্রিন হলো ৭ ইঞ্চি, ১২৮০x৮০০ IPS (in-plane switching) LCD ডিসপ্লে সাথে গরিলা গ্লাস প্রটেকশন। এটা রেটিনা ডিসপ্লে না হলেও চমৎকার।

বাটারের মতো গতি

জেলি বিনের সাথে গুগল এন্ড্রয়েড দিচ্ছে আরো নতুন কিছু ফিচার, ব্যবহারকারীদের নতুন অভিজ্ঞতা দিতে পারে এই নতুন নতুন ফিচার যাকে বাটার বলে অভিহিত করা হচ্ছে। প্রথমত অ্যানিমেশন, এখন থেকে এপস পরিবর্তন করতে পারবেন ৬০ ফ্রেম পার সেকেন্ডে। আপনি এই পরিবর্তনটা সাথে সাথেই ধরতে পারবেন না। যদি নেক্সাস ৭ ব্যবহার করার পর আইস ক্রিম স্যান্ডউইচ ট্যাবলেট ব্যবহার করেন তাহলেই এর পরিবর্তনটা আপনার চোখে পড়বে।
এছাড়াও এন্ড্রয়েড এখন আপনি কোথায় টাচ করে কাজ করবেন তা আগেই বলে দিতে পারবে।

মিডিয়া মেশিন

df
আশা করা যাচ্ছে নেক্সাস ৭ হবে অন্যতম সেরা একটি মিডিয়া ডিভাইস। নেক্সাস ৭ এ আছে অসাধারণ ভিডিও প্লেয়ার। মুভি দেখার স্বাধও বদলে দিতে পারে আপনার। তবে আইপ্যাডের রেটিনা ডিসপ্লের মতো এত পরিস্কার না হলেও আপনার কাজ চলে যাবে।
নেক্সাস ৭ এ বই পড়ে ভালই মজা পাবেন তবে জুম করলে কিছুটা ঘোলা দেখা যায়। যাই হোক ভিউ টেক্সট অপশন আপনাকে দিবে এডভান্স স্মুথ গতি এবং ফটোও দেখতে গ্রেট।
গান শুনেও অনেক মজা পাবেন তবে আই টিউনের মতো না হলেও অনেকটাই ভাল। আর স্পিকার একট বিকট টাইপ মানে সাউন্ড অনেক বেশি।
গুগলের সার্চ এপস আরো আপগ্রেড করা হয়েছে, ভয়েস সার্চও অনেক উন্নতি হয়েছে।
সব মিলিয়ে নেক্সাস ৭
নেক্সাস ৭ আইপ্যাডের মতো অনেক বড় না হলেও ট্যাবলেট হিসেবে কোন ভুল পাওয়া যাবে না। মিডিয়া ডিভাইস হিসেবে এন্ড্রয়েডের মধ্যে সব চেয়ে সেরা এই নেক্সাস। অনেক ক্ষেত্রেই আইপ্যাডের সাথে টেক্কা দিয়েছে নেক্সাস।
যাইহোক, আইপ্যাডের মূল্য ৩০০ ডলার কি আসলেই যোগ্য নেক্সাস ৭ এর সামনে? সাথে থাকছে সুপার স্ক্রিন, মিউজিক ক্যাটালগ এবং এপস সিলেকশন। ঠিক এই দামেই পাচ্ছেন নেক্সাস ৭ + ৭৫ HD মুভি , ১৫০ টিভি এপিসড, ২৩২ গান, ২৩ বই অথবা ৭৫ এবং ৩০০ ম্যাগাজিন।
নেক্সাস ৭ হয়তো সেরা ট্যাবলেট নয় তবে এর কম মূল্য অবশ্যই মানুষকে দিবে সন্তুষ্টি। বেশিরভাগ মানুষের কাছেই নেক্সাস মনে হচ্ছে ভালর চেয়েও বেশি কিছু। তাই আপনারটি সংগ্রহ করার সিদ্ধান্ত আপনারই।
df
এটাতো গেলো দেশের বাইরের কথা। আমাদের দেশের মার্কেটে দাম বেশি। গুগলের দেয়া দামে ১৬০০০ টাকা হলেও আমাদের দেশে এই মূল্য রাখা হচ্ছে ৩০০০০+! যারা কিনতে চান আইডিবি ভবনে গেলেই কিনতে পারবেন। 
গুগলের চমক লাগানো ট্যাবলেট Google Nexus 7 এর বিস্তারিত গুগলের চমক লাগানো ট্যাবলেট Google Nexus 7 এর বিস্তারিত Reviewed by Bd market on বুধবার, জুলাই ২৪, ২০১৩ Rating: 5

কোন মন্তব্য নেই:

Music

ads 728x90 B
Blogger দ্বারা পরিচালিত.