Recent Posts

Seo Services

উবুন্টুর ফোন প্রস্তুতকরণ পরিকল্পনা ঘোষণা

ওপেন সোর্স জগতে বহুল পরিচিত একটি নাম হল উবুন্টু। তাদের রয়েছে এক বিরাট জনগোষ্ঠীর সমর্থন। আর কম্পিউটার ব্যবহার বৃদ্ধিতে তাদের এই উন্মুক্ত এবং বিনামূল্যে বিতরণ করা এই অপারেটিং সিস্টেমের অবদান অনেক। এই বছরের শুরু দিকে উবুন্টু তাদের টাচ সমর্থিত প্রথম ট্যাবলেট এবং ফোন উপযোগী অপারেটিং সিস্টেম উন্মুক্ত করে। বর্তমানে তা গুগল নেক্সাস সিরিজের ডিভাইসসহ নানা স্মার্টফোন ও ট্যাবলেটে ব্যবহার করা যাচ্ছে। আর উবুন্টুর এই মোবাইল অপারেটিং সিস্টেমের পরবর্তী পদক্ষেপ হিসেবে উবুন্টু আজ ঘোষণা করল তাদের প্রথম ফোন প্রস্তুতকরণের।
13_-_6_verge_super_wide[1]_0.jpg
উবুন্টু নির্মাতা ক্যানোনিকাল আজ ঘোষণা করে যে, তারা একটি ক্রাউডফান্ডিং প্রোজেক্ট শুরু করতে যাচ্ছে। ক্রাউডফান্ডিং প্রোজেক্ট হল সে সকল প্রোজেক্ট যা কোনও নির্দিষ্ট প্রোজেক্টের আগ্রহী সকল অর্থ যোগান দিয়ে থাকে। এই সম্পর্কে ক্যানোনিকাল তাদের প্রেস রিলিজে বলেছে-
London, 22nd July 2013 - Canonical today launches the biggest ever crowdfunding campaign to develop the Ubuntu Edge, converging mobile convenience with desktop power in a single device. The campaign aims to raise an unprecedented $32 million (£21.5 million) over 30 days on Indiegogo, for a limited production run of 40,000 devices.
Ubuntu Edge aims to be a catalyst for mobile innovation as well as hardware and software development. By supporting Ubuntu Edge, the Indiegogo and Ubuntu communities will be accelerating the adoption of these new technologies in mass-market consumer phones. Backers committing $600 (£394) on day one, or $830 (£532) thereafter, will receive one of these groundbreaking mobile devices in May 2014.
“Ubuntu Edge is the ultimate convergence device - challenging established norms for PCs and smartphones,” said Mark Shuttleworth, Founder of Ubuntu. “The crowdfunding approach is a new way to prove demand for cutting edge technologies and new classes of devices; supporting the Ubuntu Edge is the best way to catalyze the next generation of personal devices from the industry.”
The Ubuntu Edge will dual-boot Ubuntu phone OS and Android, and will transform into a PC when docked with a monitor, with the full Ubuntu desktop and shared access to all the phone’s files. For this it needs the power of a PC, so Ubuntu Edge will be equipped with the latest, fastest components and a massive 128GB of storage. The exquisitely crafted device replaces the traditional glass screen with a pure Sapphire crystal, so tough it could only be scratched by diamond. It will also pioneer the use of long-life silicon anode battery technology. A special dual-LTE solution will all allow high-speed roaming with access to 4G-LTE broadband in both Europe and the US.
According to a recent report from The NPD Group1, 37 percent of consumers who used to access content on their PCs have switched to tablets and smartphones. Gartner also reported that worldwide PC shipments in Q1 2013 have dropped to their lowest levels since Q2 20092. Upon completion, the Ubuntu Edge will be the realization of Canonical’s disruptive vision for a single operating system driving phones, tablets, conventional computers and TVs.
“The rise of smartphones and the recognition that productivity still requires a PC form factor suggest a great opportunity for a truly converged device,” comments Victor Palau, VP Mobile Delivery at Canonical. “This campaign aims to deliver the finished article.”
“To make the future of mobile happen we’ll have to smash every record in crowdfunding history,” added Shuttleworth. “But if there are enough enthusiasts who want the ultimate in performance, storage, screen, battery and bandwidth, Ubuntu Edge will be the catalyst for awesome innovation, and a taste of the future of the phone.”
ক্যানোনিকালের এই প্রোজেক্টের উদ্দেশ্য হল উবুন্টু অপারেটিং সিস্টেমে চালিত একটি ফোন প্রস্তুত করা। ফোনটির বৈশিষ্ট্যসমূহ হবে-
  • ৪.৫ ইঞ্চির ১২৮০X৭২০ রেজুলেশনের ডিসপ্লে, স্ক্রিন প্রোটেকশন হিসেবে আছে ডায়মন্ড পরবর্তী সবচেয়ে কঠিন পদার্থ স্যাফায়ার ক্রিস্টাল প্রোটেকশন
  • ডুয়াল বুটঃ ফলে ফোনে একই সাথে চলবে উবুন্টু এবং অ্যান্ড্রয়েড। আর চাইলে একে সম্পূর্ণ উবুন্টু পিসিতেও পরিনত করা যাবে
  • সর্বশেষ প্রযুক্তির মাল্টি-কোর বিশিষ্ট প্রসেসর
  • ৪ গিগাবাইট র‍্যাম এবং ১২৮ গিগাবাইট স্টোরেজ
  • কম আলোতে কার্যকর ৮ মেগাপিক্সেল ক্যামেরা এবং সামনে রয়েছে ২ মেগাপিক্সেল ক্যামেরা
  • সর্বোপরি যোগাযোগ ব্যবস্থা রাখতে ডুয়াল লং টার্ম ইভল্যুশন (LET) অ্যান্টেনা, ডুয়াল ব্যান্ড ওয়াইফাই 802.11n, ব্লুটুথ ৪.০ এবং নিয়ার ফিল্ড কমিউনিকেশন (NFC)
  • স্টেরিও স্পিকার
  • এমএইচএল কানেক্টার এবং ৩.৫ মিলিমিটার অডিও জ্যাক
  • ব্যাটারি হিসেবে আছে উন্নতমানের সিলিকন-অ্যানোড ব্যাটারি
  • সেন্সর হিসেবে আছে GPS, accelerometer, gyro, proximity sensor, compass, barometer
edge-4-large[1].jpg
ক্যানোনিকাল এর নাম দিয়েছে উবুন্টু এজ। ফোনটি আদতে দেখতে কিছুটা মাইক্রোসফটের সারফেস প্রো এর মতন। এই ফোনে ৪ গিগাবাইট র‍্যাম ও ১২৮ গিগাবাইট স্টোরেজ ব্যবহার করার মুল কারন হল এটিকে কম্পিউটার হিসেবে ব্যবহার যোগ্য করে তোলা। কারন উবুন্টু টাচ এমন ভাবে তৈরি যেন কোনও ডিসপ্লে এর সাথে কানেক্ট করে একে পরিপূর্ণ একটি পিসি উবুন্টু ওএস হিসেবে চালান যায়। আর ক্যানোনিকাল বিশ্বাস করে বর্তমান মোবাইল প্রসেসর প্রযুক্তি এর এই ক্ষমতা আছে। তাই তারা চায় কম্পিউটারকে পরিপূর্ণ ভাবে মানুষের হাতের নাগালে আনতে।
ui-4[1].jpg
ক্যানোনিকাল আরও বিশ্বাস করে কোনও প্রতিষ্ঠানের জন্য একটি নতুন অপারেটিং সিস্টেমের উপর নির্ভর করে কোনও পণ্য বাজারজাত করতে চাইলেও তা অনেক সময় ক্ষতির কারন হয়ে উঠে। তাই তারা ক্রাউডফান্ডিং এর মাধ্যমে ফোন বের করে দেখতে চায় তা কতটুকু জনপ্রিয়তা পায়। যদি এই প্রোজেক্ট সফলতার মুখ দেখে তবে তারা পরবর্তীতে আরও ফোন বাজারজাত করবে এবং আশা করে আরও প্রতিষ্ঠান এগিয়ে আসবে। আর এই ফোনে অ্যান্ড্রয়েড কে রাখায় এটি জনপ্রিয়তা পাওয়ার অনেক সুযোগই আছে। তবে তা সবই সম্ভব হবে যদি ৩১ দিনের মধ্যে ক্যানোনিকাল ৩২ মিলিয়ন ডলার যোগার করতে পারে ক্রাউডফান্ডিং এর মাধ্যমে। সে সকল আগ্রহী ব্যাক্তিরা ৬০০ ডলার (প্রথম দিনের ক্ষেত্রে) অথবা ৮৩০ ডলার বিনিয়গ করবে তারা আগামী বছরেরে মে মাসের দিকে উবুন্টু এজ ফোন পাওয়ার ও সুযোগ রাখবে। আর ১৪০০ ডলার বিনিয়োগ করলে সুযোগ আছে দুটি এজ ফোন পাওয়ার। বর্তমানে ক্রাউডফান্ডিং এর জন্য ক্যানোনিকাল Indiegogo তে একটি ক্যাম্পেইন শুরু করেছে। আর গতকাল থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইনে এ পর্যন্ত উঠেছে ৩,৪৮০,৭৩১ ডলার। যদি আগামী ৩০ দিনে ক্যানোনিকাল এই অর্থ পেতে সক্ষম হয় তবে তারা তাদের ফোন প্রস্তুত করবে। নাহলে তারা আগের মত শুধুমাত্র সফটওয়্যার সাপোর্টই দিয়ে যাবে।
ui-3[1].jpg
যদি ক্যানোনিকাল এই অর্থ যোগারে সক্ষম হয় তবে এটি একটি নতুন কম্পিউটিং যুগের সূচনা করতে সাহায্য করবে। আর অ্যান্ড্রয়েড যুক্ত থাকায় অনেকেই এর প্রতি আকৃষ্ট হবে। এখন প্রশ্ন হল ক্যানোনিকাল আসলেই পারবে কিনা। আগামী ৩০ দিন উবুন্টু এজ এর ভাগ্য নির্ধারণ করবে। এটি কি শুধু মাত্র একটি পরিকল্পনাই রয়ে যাবে নাকি বাস্তবায়নের মুখ দেখতে পাবে।

উবুন্টুর ফোন প্রস্তুতকরণ পরিকল্পনা ঘোষণা উবুন্টুর ফোন প্রস্তুতকরণ পরিকল্পনা ঘোষণা Reviewed by Bd market on বুধবার, জুলাই ২৪, ২০১৩ Rating: 5

কোন মন্তব্য নেই:

Music

ads 728x90 B
Blogger দ্বারা পরিচালিত.