Recent Posts

Seo Services

First look:Nokia Lumia 620







নোকিয়া লুমিয়া ৬২০ নোকিয়ার তৃতীয়  উইন্ডোজ ফোন। এর আগে বের হওয়া নোকিয়া লুমিয়া ৮২০ এবং ৯২০ হল বড় বাজেটের কিন্তু ৬২০ এর দাম এর প্রায় অর্ধেক ।বাংলাদেশে অফিসিয়াল দাম ২০৮০০ টাকা।এই ফোনটির প্রধান প্রতিযোগী হল HTC Windows Phone 8S ।মজার বিষয় হল দুটি ফোনের স্পেসিফিকেশন প্রায় একই।১ গেগা হার্য ডুয়াল কোর প্রসেসর,৫১২ মেগা বাইট র‍্যাম,৫ মেগা পিক্সেল ক্যামেরা সাথে ৭২০ পিক্সেল ভিডিও এবং রেজুলেশন 480 x 800।



তুলনা মূলক ভাবে লুমিয়া ৬২০ এর স্ক্রীন বেশ ছোট ৩.৮ ইঞ্ছি যেখানে  HTC Windows Phone 8S এর ৪ ইঞ্ছি ডিসপ্লে।অন্যদিকে লুমিয়া ৬২০ এর ৮ জিবি ইন্টারনাল স্টোরেজ এবং HTC Windows Phone 8S এর ৪ জিবি ইন্টারনাল স্টোরেজ।

যদি পার্থক্য করতে চান তাহলে দামের পার্থক্য চোখে পড়ার মত। HTC Windows Phone 8S এর দাম লুমিয়া ৬২০ হতে ৪ থেকে ৫ হাজার টাকা বেশি।আর এ কারণে লুমিয়া ৬২০ বেশি বিক্রি হয়েছে।

লুমিয়া ৬২০ বেশ কালার ফুল স্মার্টফোন।বেশ কয়েকটি কালার এর ব্যাক কভারে ব্যাবহার করা হয়েছে।যেমন,হলুদ ,লাল,নীল ,সবিজ ইত্যাদি।খুব সহজেই ব্যাক কভার চেঞ্জ করা যাবে।

লুমিয়া ৬২০ দেখতে সত্যিই স্মার্ট যার ডাইমেনশন হল ১১৫.৪ x ৬১.১ x ১১ মিমি এবং ওজন ১২৭ গ্রাম।HTCWindows Phone 8S এর ওজন ১২৪ গ্রাম।

৪৮০ x ৮০০ রেজুলেশনের ৩.৮ ইঞ্ছি ডিসপ্লে তুলনামূলক ভাবে খুব বড় না।পিক্সেল পার ইঞ্ছি মোটামুটি ভাল ২৪৬ পিপি আই।

ডিসপ্লে এর উপরে মাঝখানের দিকে আছে এয়ার পিস, এর বাম দিকে .৩ মেগা পিক্সেল ফ্রন্ট ফেসিং ক্যামেরা এবং ডান দিকে নোকিয়ার লগো।


ব্যাক কভারে আছে উপরের দিকে ৫ মেগা পিক্সেল ক্যামেরা যা ৭২০ পিক্সেল ভিডিও ক্যাপচার করতে পারে।নিচের দিকে লাউড স্পীকার।

ফোনের ঠিক উপরের ধারের দিকে আছে মাইক্রফোন এবং ৩.৫ মিমি হেডফোন পোর্ট।

একদম নিচের ধারে আছে মাইক্র ইউ এস বি পোর্ট যা দিয়ে চার্য এবং কম্পিউটারের সাথে কানেক্ট করা যাবে।

ফোনের বাম পাশে কোন বাটন বা পোর্ট নেই কিন্তু ডান দিকে ৩ টি বাটন আছে ভলিউম রকার,পাওয়ার লক বাটন এবং ক্যামেরার বাটন।

ব্যাক কভারের নিচে আছে ১৩০০ মেগা অ্যাম্পিয়ারের ব্যাটারী এবং এর নিচে মাইক্র এস ডি কার্ড স্লট।
এখানে ব্যাটারী একটু ভাবার বিষয়। HTC Windows Phone 8S এ ব্যাবহার করা হয়েছে ১৭০০ মেগা অ্যাম্পিয়ারের ব্যাটারী।অফিসিয়াল নোকিয়ার স্পেসিফিকেশনস অনুযায়ী এটি ১৪ ঘন্টা ৪০ মিনিট টক টাইম,৩৩১ ঘন্টা স্ট্যান্ড বাই এবং ৬১ ঘন্টা মিউজিক চালান যাবে।

ইন্টারনাল স্টোরেজ ৮ জিবি হলেও এক্সপেন্ডবল করা যাবে ৩২ জিবি পর্যন্ত।

পরিশেষে বলব মোটামুটিমানের স্মার্টফোন ,আমার দিক থেকে যে জিনিস গুলো থাকলে ভাল হত তা হল ডিসপ্লে একটু বড়,র‍্যাম ৫১২ মেগাবাইট যা ১ জিবি হলে ভাল হত,ব্যাটারী আর একটু বেশি পাওয়ারের।আপনার যদি বাজেট থাকে ১৫ থেকে ২০ হাজার টাকার মধ্যে উইন্ডোজ ফোন তাহলে আপনার হাতে আরো ২ টা অপশন আছে।

Nokia Lumia 520       দামঃ ১৫০০০ টাকা          রিভিউ      স্পেসিফিকেশন

HUAWEI Ascend W1   দা্মঃ১৮৯৯০ টাকা                       স্পেসফিকেশনস

Nokia Lumia 620         দামঃ২০৮০০ টাকা                                 স্পেসফিকেশনস
First look:Nokia Lumia 620 First look:Nokia Lumia 620 Reviewed by Bd market on রবিবার, জুন ০২, ২০১৩ Rating: 5

1 টি মন্তব্য:

Music

ads 728x90 B
Blogger দ্বারা পরিচালিত.