Recent Posts

Seo Services

∕∕∕∕◊∕∕∕∕অনেকদিন তো ডিফল্ট থিমস ব্যবহার করেছেন◊এবার নিন অসাধারণ একটি থিমস,তার আছে ফাটাফাটি কিছু ফিচার এবং চোখধাদানো সব ওয়ালপেপার◊ফুল টিউটোরিয়াল◊

আসসালামুয়ালাইকুম। কেমন আছেন। আশা করি আল্লাহ্‌র রহমতে ভাল আছেন। আজ আপনাদের কাছে একটি উইন্ডোজ থিমস ।আমরা অনেকেই হইত উইন্ডোজ এর ডিফল্ট থিমস ব্যবহার করি,হইত অনেকেই করি না।

আমি আজকে আপনাদের জন্য যেই থিমসটা নিয়ে এলাম তার অসাধারন ওয়ালপেপার ইনশাআল্লাহ্‌ আপনাদের মুগ্ধ করবে।∕∕∕∕◊∕∕∕∕

►এই থিমসের ফিচার গুলো হলো

  •  PrayerTimes Gadget
  • স্টার্ট মেনু ALLAHU আইকন
  • মাউসের জন্য একটি অসাধারন কার্সর।
  • কম্পিটার চালু হওয়ার সময় এবং শাট ডাউন হওয়ার সময় কুরআন তিলাওয়াত হবে কিছুক্ষণ।(যদি সাউন্ড বেশী হয় তাহলে সাউন্ড কমিয়ে দিন)

►কিভাবে ইন্সটল করেবন।

  • প্রথমে ডাউনলোড করুন । তারপর আনযিপ করুন।
  • তারপর ফোল্ডারটি ওপেন করুন।
  • তারপর LiveMecca.Blogspot Themes pack Windows ফোল্ডারটি ডাবল ক্লিক করুন।
  • তারপর অটোমেটিক ইন্সটল হয়ে যাবে।

►কিভাবে PrayerTimes Gadget ইন্সটল করবেন।

  • প্রথমে PrayerTimes Gadget ফোল্ডার টি ওপেন করুন।
  • তারপর PrayerTimes  APPLICATION টি ডাবল ক্লিক করুন ।
  • তারপর ইন্সটল এ ক্লিক করুন।
  • তারপর বাংলাদেশ সিলেক্ট করে আপনার সহরের নাম দিন।
  • শেষ, এখন থেকে নামাজের সময় আপনাকে অ্যালার্ম করবে।

 

►কিভাবে স্টার্ট মেনু কিভাবে ALLAHU আইকন করেবন।

  • প্রথমে-Start Menu Button (orb)-ফোল্ডার ওপেন করুন ।
  • তারপর ওইখান থেকে-StartOrbz Studio.exe-নামের APPLICATION টি ওপেন করুন।
  • তারপর IMPORT orb এ ক্লিক করুন, তারপর ওইখান থেকে Allah.png ফাইল টি ব্রাউস করুন একি ফোল্ডারে তারপর Apply current start orb (কমলা বাটন)
  • ইনশাআল্লাহ্‌ কাজ হবে।

►কিভাবে মাউস কার্সর পার্মানেন্ট করবেন।

  • প্রথমে আপনার ডেস্কটপে রাইট ক্লিক করে personalize সিলেক্ট করুন।
  • তারপর বাম পাশ থেকে change mouse pointers সিলেক্ট করুন।
  • তারপর SCHEME থেকে islamic 'www.windows7themesfree.com' সিলেক্ট করুন।
  • এখন আমাদের-মাউস কার্সর পার্মানেন্ট করতে হবে।
  • প্রথমে মাউসের এই ফোল্ডারটি C:\Windows\Cursors নিন(যদি আগে থেকে থাকে তাহলে লাগবে না।)
  • তারপর বাম পাশ থেকে change mouse pointers সিলেক্ট করুন।
  • তারপর CUSTOMIZE থেকে প্রতিটি পয়েন্টারে ক্লিক করে BROWSE এ ক্লিক করে ঐ একই ফাইল টি ওপেন করুন।
  • তারপর SAVE AS এ ক্লিক করে সেভ করুন।
  • ইনশাআল্লাহ্‌ কাজ হবে।

ডাউনলোড করুন এইখান থেকে।(১৭ এমবি)

(এই ফাইলটা আপলোড করতে আমার প্রায় ১ঘন্টা ১০ মিনিট সময় লেগেছে।)
শেষ করার আগে আজ আপনাদের কাছে একটি কুরআন তিলাওয়াতের লিঙ্ক দিয়ে শেষ করতে চাই আমার প্রিয়-কুরআন তিলাওয়াত(মক্কা ইশার নামাজ) শুনুন এইখান থেকে।
আলহামদুলিল্লাহ আজ এই পর্যন্তই ...∕∕∕∕◊∕∕∕∕
ইনশাআল্লাহ্‌ পরে আরও টিউন লিখার চেষ্টা করবো।

আমার ফেসবুক পেইজ https://www.facebook.com/Amaderkhota?ref=hl




∕∕∕∕◊∕∕∕∕অনেকদিন তো ডিফল্ট থিমস ব্যবহার করেছেন◊এবার নিন অসাধারণ একটি থিমস,তার আছে ফাটাফাটি কিছু ফিচার এবং চোখধাদানো সব ওয়ালপেপার◊ফুল টিউটোরিয়াল◊ ∕∕∕∕◊∕∕∕∕অনেকদিন তো ডিফল্ট থিমস ব্যবহার করেছেন◊এবার নিন অসাধারণ একটি থিমস,তার আছে ফাটাফাটি কিছু ফিচার এবং চোখধাদানো সব ওয়ালপেপার◊ফুল টিউটোরিয়াল◊ Reviewed by Bd market on মঙ্গলবার, জুন ০৪, ২০১৩ Rating: 5

কোন মন্তব্য নেই:

Music

ads 728x90 B
Blogger দ্বারা পরিচালিত.