অনেক সময় বিদুৎ প্রবাহ power supply unit হতে ব্লক হয়ে যায় তখন কম্পিউটার চালু হয় না তখন আপনারা ঠিক করতে নিয়ে যান সার্ভিস সেন্টারে। হার্ডওয়্যার সম্পর্কে কিছু ধারনা থাকলে আমরা নিজেরা ঠিক করে নিতে পারি। তাই আপনাদের জন্য এই পোস্ট । আপনার সময় বেচে যাবে টাকা ও বেচে যাবে।
আপনার কম্পিউটারের সাথে লাগানো (পাওয়ার কট) সেটি খুলে নিন তারপর মনিটরে লাগিয়ে দিন। দেখুন মনিটরের লাইট টি জলছে কিনা যদি না জলে তবে পাওয়ার কট টি নস্ট নতুন কিনে লাগিয়ে দিন। আর ভালো থাকলে তো লাইট জলবে। এরপর ও যদি চালু না হয় তা হলে পাওয়ার সাপলাই চেক করুন।
এরপর power supply unit চেক করুন
সিলেক্ট করা যায়গায় চাপ দিয়ে টানদিন খুলে যাবে। ভয় পাবেন না কারন এটা ভয় পাবার মতো কোন কাজ নয়। এর পর পাওয়ার সাপলাই চেক করুন। কি ভাবে করবেন নিচের চিএ খেয়াল করুন।
আরো চিত্র দেয়া হল আপনাদের সুবিধার জন্য।
আপনি যদি সব ঠিকঠাক মত করতে পারেন তবে কাজ হয়ে জাবে। এরপর ও যদি চালু না হয় তবে আপনাকে বুঝতে হবে হার্ডওয়্যার এর কোন অংশ নস্ট হয়েগেছে। তখন আপনার আরকিছু করার নেই তখন সার্ভিস করাতে হবে।
এরকম যদি হয় আপনার পিসির অবস্তা তাহলে এটি নস্ট হতে বেশি সময় লাগবেনা। এই ধুলো পিসির বড় সত্রু সবসময় পরিস্কার রাখুন।
সবাই ভাল থাকবেন।
আপনার কম্পিউটার চালু হচ্ছেনা! যে ভাবে ঠিক করবেন।
Reviewed by Bd market
on
বৃহস্পতিবার, জুন ০৬, ২০১৩
Rating:
কোন মন্তব্য নেই: