Recent Posts

Seo Services

এ্যন্ড্রয়েড ফোন কেনার আগে যে বিষয় গুলো মাথায় রাখবেন

আপনি যদি স্মার্টফোন বা এ্যন্ড্রয়েড ফোন কেনার কথা ভেবে থাকেন,তাহলে হয়ত ভাবছেন কোন ফোন কিনবেন বা কোন কনফিগারেশনের নেবেন ইত্যাদি।আজ আমরা বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করব যা আপনাকে এ্যন্ড্রয়েড বা স্মার্টফোন কেনার জন্য সাহায্য করবে।




 অপারেটিং সিস্টেমঃ

 অপারেটিং সিস্টেম স্মার্টফোনের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনি স্মার্টফোন ব্যাবহারের অভিজ্ঞতা নেবেন এই  অপারেটিং সিস্টেম এর মাধ্যমে।স্মার্টফোনের জন্য বেশ কয়েকটি অপারেটিং সিস্টেম জনপ্রিয়তা পেয়েছে এর মধ্যে আছে হল এ্যন্ড্রয়েড,অ্যাপেলের iOS ৬ ,উইন্ডোজ  এবং ব্লাকবেরি ১০।বর্তমানে এ্যন্ড্রয়েড অপারেটিং সিস্টেমের জনপ্রিয়তা সবচেয়ে বেশি।কারণ হল বেশ কিছু বা বেশির ভাগ নামকরা স্মার্টফোন প্রস্তুতকারী কোম্পানী এই এ্যন্ড্রয়েড অপারেটিং সিস্টেমকে তাদের ডিভাইসের সাথে খাপ খাইয়েছে।শুধু তাই না এটা কাস্টমাইজ করা অ্যাপেলের অপেরাটিং সিস্টেম থেকে অনেক বেশি।তার থেকে বড় বিষয় হল অ্যাপেলে্র আপস স্টোরে যে পরিমাণ আপস আছে গুগল প্লেতে প্রাই সেই পরিমাণ আপস আছে,প্রায় ৭০০০০০।

এ্যন্ড্রয়েডের লেটেস্ট ভার্সন হল জেলী বিন যাতে অফলাইন ভয়েস  টাইপিং আপগ্রেড করা হয়েছে।তাছাড়া গুগল তাদের সার্চ দেখে বুখতে পারে আপনি কি চাচ্ছেন।এ্যন্ড্রয়েড হল ওপেন সোর্স যার ফলে স্যামসাং,এইস টি সি এবং এল জি এর মত কোম্পানিগুলো প্রতিদিনই নিত্য নতুন ফিচার যুক্ত করছে।

এ্যন্ড্রয়েডে তেমন কোন সমস্যা না থাকলেও লেটেস্ট ভার্সন আপডেট দেওয়া এবং ম্যাল ওয়ার এর সমস্যা আছে।

স্ক্রীন সাইজঃ



স্ক্রীন সাইজ আপনি কেমন চান তা আপনার ব্যাক্তিগত ব্যাপার।তবে ৪ ইঞ্ছির নিচে না নেওয়া ভাল।আই ফোন ৫ এর ৪ ইঞ্ছি এবং ব্লাক বেরি জেড ১০ এর ৪.২ ইঞ্ছি ডিসপ্লে যা ১ হাতে ব্যাবহারের জন্য আদর্শ।আর এক ধরনের আছে যাকে বলে ফ্যাব্লেট ,যেমন,গ্যালাক্সী নোট ২ ,৫.৫ ইঞ্ছি ডিসপ্লে,আপনাকে ২ হাত ব্যাবহার করতে হবে। তবে বর্তমানে জনপ্রিয় হল ৪.৫ থেকে ৫ ইঞ্ছি ডিসপ্লে ,ব্যাবহার করা হয়েছে গ্যালাক্সী এস ৪ এবং এইস টি সি ১।এই সাইযের স্ক্রীন গুলো গেম খেলা,মুভি দেখা এবং টাইপিং করার জন্য পার্ফেক্ট।

সি পি ইউ  ঃ

এই বিষয় নিয়ে বেশ কিছু জটিলতা আছে।যেমন, quad-core Qualcomm Snapdragon 600 প্রসেসর দিয়ে আপনি হাই স্পিড গেম,মাল্টিটাস্ক সহ বেশ কিছু সুবিধা পাবেন যা আপনি ডুয়াল কোর চিপে পাবেন না। Nvidia’s Tegra 4 প্রসেসর খুব শক্তিশালী কিন্তু এখনো স্মার্টফোনে আসে নি।

র‍্যামঃ

২ জিবি র‍্যাম হাই কোয়ালাটির স্মার্টফোনের জন্য আদর্শ এবং সাথে যদি ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজ থাকে।কেনার সময় দেখে নেবেন মেমরি এক্সপ্যান্ড করা যাবে কিনা।যদি এক্সপ্যান্ড করা না যায় তবে হায়ার ইন্টারনাল স্টোরাজ ভার্সন নেবেন।

ক্যামেরাঃ

১২ মেগা পিক্সেল ক্যামেরা মোটামুটি ভাল ছবি তোলার জন্য যথেষ্ঠ।ছবির মান নির্ভর করবে সেন্সরের সাইজ এবং লেন্সের কোয়ালিটির উপর।যেমন এইস টি সি ওয়ান ছবি তোলে ৪ মেগা পিক্সেল ক্যামেরা দিয়ে কিন্তু ৩০০ % বেশি ব্রাইট হবে অন্যান্য ফোনের ক্যামেরা থেকে।আবার গ্যালাক্সী এস ৪ একই সাথে সামনে এবং পেছনের ছবি তুলতে পারে।

ব্যাটারীঃ

ব্যাটারী লাইফ বেশ কিছু ফ্যাক্টরের উপর নির্ভর করে যেমন,ডিসপ্লে সাইজ,ডিসপ্লে ব্রাইটনেস,আপস এর ব্যাবহার,বিভিন্ন সেন্সর,ওয়াই ফাই ইত্যাদি।বর্তমান বাজারে পাওয়ার ফুল ২ টা স্মার্টফোনের ব্যাটারী হল Motorola Droid RAZR Maxx HD যা 3,300 mAh ।ব্যাবহার করা যায়  ৮ ঘন্টা এর বেশি।
Galaxy Note II তে আছে 3,100 mAH, ব্যাবহার করা যায় ১০ ঘন্টার বেশি।খেয়াল রাখবেন ব্যাটারী এর সাইজ বড় কথা না।প্রায় প্রতিটা ব্রান্ডের পাওয়ার সেভ অপশন থাকে।যেমন মটরলার Smart Actions app,স্যামসাং এর পাওয়ার সেভিং মোড।

স্পেসাল ফিচারঃ

প্রায় প্রতিটি নামি দামি ব্রান্ড গুলো তাদের নতুন ফোনের সাথে স্পেশাল ফিচার দিচ্ছে।যেমনSamsung Galaxy S4, LG Optimus G Pro এবং HTC One টিভি রিমোট হিসাবে ব্যাবহার করা যায়,কারণ তারা IR blaster এবং  dedicated app যুক্ত করেছে।


সবচেয়ে ভাল হয় কেনার আগে আপনি ঠিক করে নিন আপনি কোন পারপাজে ফোন কিনছেন।তারপর আপনার বাজেট ঠিক করেন।এবার একই বাজেটের সব ফোন গুলোর তুলনা করে নিয়ে নিন আপনার পছন্দের স্মার্টফোন।
For New Latest Software click here Latest Software



এ্যন্ড্রয়েড ফোন কেনার আগে যে বিষয় গুলো মাথায় রাখবেন এ্যন্ড্রয়েড ফোন কেনার আগে যে বিষয় গুলো মাথায় রাখবেন Reviewed by Bd market on রবিবার, জুন ০২, ২০১৩ Rating: 5

কোন মন্তব্য নেই:

Music

ads 728x90 B
Blogger দ্বারা পরিচালিত.